Facebook Twitter LinkedIn google plusone

স্বাগতম

পিপকমিউনিটিতে আপনাকে স্বাগতম।

আপনি দেখেন যে মানুষ হাত পা দাফালে পানিতে সাতার কাটতে পারে। কিন্তু শুধুই কি হাত পা দাফালে সাতার কাটা সম্ভব?

ফরেক্স মার্কেটে আপনি দেখতে পান যে প্রাইস শুধু কমে বাড়ে। তাই শুধু দুই দিকে প্রাইস যাওয়ার সম্ভাবনা আছে। এটা থেকে লাভ করা তো পানির মত সহজ হবে।

আপনি মনে মনে বলতে পারেন যে: খালি যদি একবার জানতে পারি যে ক্যামনে ট্রেড দিতে হয়, তাইলে আমারে আর ঠেকায় কে। (*.*)

আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আসলে এটা এত সোজা কিনা। যদি আপনি এরকম রাতারাতি বড়লোক হওয়ার কোন প্রচেষ্টা করে থাকেন, তাহলে আপনি জানেন যে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে যা ভেবেছেন তা আপনার ভুল ধারনা ছিল।

ফরেক্স মার্কেটে শুধু অর্থ নয় বরং প্রচুর পরিমানে অর্থ কামানো যায়। কোন কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর ফরেক্স মার্কেটের ক্ষেএেও এটা সত্য। আপনি ভাল কামাতে পারবেন কিস্তু এর জন্য আপনার নিজেকে কঠোরভাবে প্রশিক্ষন দিতে হবে। এর মর্ম বুঝতে হলে আপনি চিন্তা করে দেখুন যে $১৫০ - $৩০০ সমপরিমানের বেতনের চাকরির জন্য কতটুকু শ্রম ও কতটুকু সময় দিতে হয়। সবকিছু যদি এত সহজেই পাওয়া যেত তাহলে কি মানুষ এত পরিশ্রম করত?

ফরেক্স মার্কেটের মুভমেন্টের নিজস্ব একটা ধারা আছে। আবার এইসব ধারা বুঝতে অনেক ট্যুলস এবং টেকনিক আছে। কিন্তু সেইসব ট্যুলস এবং টেকনিক আপনাকে শিখতে হবে আর শিখে তা ব্যাবহার করতে হবে। ব্যাবহার করা মানে চার্টে ট্যুলস এবং টেকনিক ব্যাবহার করলেই ফল পাবেন তা নয়।

ধরুন, আপনি যখন চাকরি করেন, প্রথমে চাকরি পেতে অভিজ্ঞতার অভাব হয়। তারপরে আপনার প্রমোশন নির্ভর করে আপনার পারফরমেন্স অথবা তেল দেয়ার দক্ষতার উপর ভিওি করে।

এখানে যা বলতে চাচ্ছি তা হল ফরেক্স মার্কেট বিভিন্ন সময় বিভিন্নভাবে মুভ করে। কোন একরকম ট্যুলস এবং টেকনিক আপনাকে সবসময় লাভের মুখ দেখাতে পারবে না। তাই আপনাকে মার্কেটের পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে যাতে আপনি নিজেকে বাচাতে পারেন। আরেকটা বাস্তবতার স্বীকার হোন, এইসব করার পরেও আপনাকে লসের মুখোমুখি হতে হবে। (কেন? এর সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে।)

পিপকমিউনিটির পাঠাগারে অনেক কিছু শেখার আছে আর যা শিখবেন তার সবকিছুতে আপনাকে পারদর্শী হতে হবে না। যা আপনি মনে করেন যে আপনার জন্য উপযুক্ত তাতে পারদর্শী হোন। কিন্তু শুধুমাএ শিখলেই আপনার জন্য যথেষ্ট নয়। আপনাকে এগুলো মার্কেটে ভালভাবে ব্যাবহার করতে শিখতে হবে। এটা খুব কষ্টের কাজ মনে হলেও দেখবেন যে আপনি যে শ্রম দিয়েছেন তার চেয়ে অনেক বেশি মাকেট থেকে আপনি পাওয়ার যোগ্য হয়ে গেছেন।

যাএা শুরু করার আগে আপনার যা থাকতে হবে তা হল মহান আল্লাহর কাছে বিরামহীনভাবে চাওয়া, দৃঢ় সংকল্প আর কঠোর ধের্য্য। ট্রেডার হতে গেলে এইগুলোর প্রচুর প্রয়োজন আছে যা আপনি অভিজ্ঞ হলে বুঝবেন।

পরম করুনাময় আল্লাহর নাম নিয়ে যাএা শুরু করুন।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up