Facebook Twitter LinkedIn google plusone

03 কারেন্সি জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়



কারেন্সি জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়

ফরেক্স ট্রেডিংয়ে একটি কারেন্সি কেনা হয় অন্ন কারেন্সি বিক্রি করে। কারেন্সি ট্রেড করা হয় একটি ব্রকার অথবা ডিলার এর মাধ্যমে, আর জোড়ায় ট্রেড করা হয়। যেমন Euro এবং U.S. Dollar (EUR/USD) অথবা the british pound এবং Japanese yen (GBP/JPY).

যখন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করেন, তখন আপনি কারেন্সি জোড়া হিসেবে ক্রয় অথবা বিক্রয় করেন।

গরু ভল্লুক


উপরের ছবিটাতে ষাঁড় এবং ভাল্লুক দরি টানাটানির প্রতিযোগিতা লেগেছে। কারেন্সি পেয়ারে যদি ষাঁড়কে ইউরো এবং ভাল্লুককে এউসডি ধরেন, তাহলে তারাও এভাবে প্রতিযোগিতা করে থাকে। এক্সচেঞ্জ রেট কমে বারে যেই কারেন্সি শক্তিশালী থাকে একটি নির্দিষ্ট সময়ে।

মেজর কারেন্সি পেয়ার

নিম্নের কারেন্সি পেয়ারগুলোকে মুখ্য কারেন্সি পেয়ার অথবা “Majors” বলে গণ্য করা হয়। সবগুলো পেয়ারয়ে ইউএসডি আছে আর প্রচুর পরিমানে ট্রেড করা হয়।

ফরেক্স মেজরস


মেজর ক্রস-কারেন্সি পেয়ার অথবা মাইনর কারেন্সি পেয়ার

কারেন্সি পেয়ার যেগুলোতে ইউএসডি থাকে না সেগুলকে ক্রস কারেন্সি বলা হয়ে থাকে। মেজর ক্রসগুলকে মাইনর বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি ট্রেড করা কারেন্সিগুল হল ইউরো, ইয়েন এবং জিবিপি।

Euro Crosses (ইউরো ক্রস)

কারেন্সি ক্রস

Yen Crosses (ইয়েন ক্রস)

কারেন্সি ক্রস ইয়েন

Pound Crosses (পাউন্ড ক্রস)

ব্রিটিশ কারেন্সি ক্রস



Other Crosses (অন্যান্য ক্রস)


বিবিধ কারেন্সি ক্রস


Exotic Pairs (এক্সটিক পেয়ার)

এক্সটিক পেয়ারগুলো সচরাচর দেখা যায় না। আপনার ব্রোকার কিছু এক্সটিক পেয়ার আপনাকে ট্রেড করতে দিতে পারে তাই জেনে রাখা ভালো। এক্সটিক পেয়ার মেজর কারেন্সির সাথে অন্য একটি ননমেজর কারেন্সি যোগ করবে। নিম্নে কিছু উদাহরণ দেয়া হলঃ


ভিনদেশী কারেন্সি ক্রস

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up