ট্রেন্ডলাইন
ট্রেন্ডলাইন খুব সাধারন এক ধরনের অ্যানালিসিস। ট্রেন্ডলাইনের আবার সবচেয়ে বেশি অপব্যাবহার করা হয়। যদি ট্রেন্ডলাইন ঠিক করে আকা হয় তাহলে এটা অন্যান্য মেথডের মত প্রাইসের সঠিক ধারা দেখাবে। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ট্রেডাররাই ট্রেন্ডলাইন ঠিক করে আকে না আর তারা লাইনগুলোকে নিজের ইচ্ছামত মার্কেটে ফিট করার চেষ্টা করে।
ট্রেন্ডলাইন কিভাবে ড্র করে?
সঠিকভাবে ট্রেন্ডলাইন ড্র করতে আপনাকে ২টা মেজর টপ অথবা বটম খুজে বের করতে হবে। নিচের চার্টটি দেখুন
৩ ধরনের ট্রেন্ড
আপট্রেন্ড - যখন প্রাইস হাইয়ার লো দেখায়
ডাউনট্রেন্ড - যখন প্রাইস লোয়ার হাই দেখায় (উপরে ডাউনট্রেন্ডের চার্ট দেয়া)
সাইড/ফ্ল্যাট ট্রেন্ড - যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে চলাচল করে।
উপরের চার্ট দেখে হয়ত আপনারা হয়ত ধারনা করে নিয়েছেন যে কোনটা কোন ধরনের ট্রেন্ড।
ট্রেন্ডলাইন সম্পর্কে কিছু জিনিস মনে রাখবেন:
ট্রেন্ডলাইন খুব সাধারন এক ধরনের অ্যানালিসিস। ট্রেন্ডলাইনের আবার সবচেয়ে বেশি অপব্যাবহার করা হয়। যদি ট্রেন্ডলাইন ঠিক করে আকা হয় তাহলে এটা অন্যান্য মেথডের মত প্রাইসের সঠিক ধারা দেখাবে। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ ট্রেডাররাই ট্রেন্ডলাইন ঠিক করে আকে না আর তারা লাইনগুলোকে নিজের ইচ্ছামত মার্কেটে ফিট করার চেষ্টা করে।
ট্রেন্ডলাইন কিভাবে ড্র করে?
সঠিকভাবে ট্রেন্ডলাইন ড্র করতে আপনাকে ২টা মেজর টপ অথবা বটম খুজে বের করতে হবে। নিচের চার্টটি দেখুন
৩ ধরনের ট্রেন্ড
আপট্রেন্ড - যখন প্রাইস হাইয়ার লো দেখায়
ডাউনট্রেন্ড - যখন প্রাইস লোয়ার হাই দেখায় (উপরে ডাউনট্রেন্ডের চার্ট দেয়া)
সাইড/ফ্ল্যাট ট্রেন্ড - যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে চলাচল করে।
উপরের চার্ট দেখে হয়ত আপনারা হয়ত ধারনা করে নিয়েছেন যে কোনটা কোন ধরনের ট্রেন্ড।
ট্রেন্ডলাইন সম্পর্কে কিছু জিনিস মনে রাখবেন:
- ট্রেন্ডলাইন ড্র করতে ২টা টপ অথবা বটম প্রয়োজন, কিন্তু ট্রেন্ড নিশ্চিত করতে ৩য় টপ অথবা বটম লাগে।
- ট্রেন্ডলাইন যত খাড়া হবে সেটা ততো অনির্ভরশীল হবে।
- ট্রেন্ডলাইন যত সাপোর্ট ও রেজিস্টেন্স টেস্ট করবে, তা ততো নির্ভরযোগ্য হবে।
- টেন্ডলাইনকে মার্কেটে ফিট করার চেষ্টা করবেন না। যদি ট্রেন্ডলাইন ফিট না হয়, তাহলে সেটা সঠিক ট্রেন্ডলাইন না।