চার্টের ধরন
আমাদের টার্মিনালে সাধারনত ৩ ধরনে চার্ট থাকে। সেগুলো হল:
বি:দ্য: পিরিয়ড মানে এখানে নির্দিষ্ট একটি সময়কে বোঝানো হয়েছে। নিম্নের উদাহরনগুলোতে ১ ঘন্টার চার্ট ব্যাবহার করা হয়েছে।
লাইন চার্ট
খুবই সাধারন একটা চার্ট। আপনি চার্টে শুধু একটা লাইন দেখতে পারবেন। লাইনটা প্রতিটা পিরিয়োডের ক্লোজ প্রাইস দেখায়। একটা পিরিয়োডের ক্লোজ আরেকটা পিরিয়োডের ক্লোজের সাথে সংযুক্ত হওয়ায় এটাকে লাইন আকারে দেখা যায়। নিম্নে লাইন একটি লাইন চার্ট দেয়া হল।
বার চার্ট
বার চার্ট একটু জটিল কিন্তু বেশি তথ্যবহুল। বার চার্টে আপনি দেখতে পাবেন কোন পিরিয়ডের
ওপেনিং প্রাইস = কোন প্রাইসে বার শুরু হয়েছে।
হাই = প্রাইস কতটুকু উপরে উঠেছে।
লো = প্রাইস কতটুকু নিচে নেমেছে।
ক্লোজিং প্রাইস = কোন প্রাইসে বার ক্লোজ হয়েছে।
প্রতিটা বারে কি দেখতে পাচ্ছেন? বারগুলোর উপরের অংশ হাই এবং নিচের অংশ লো দেখাচ্ছে প্রতিটা পেরিয়ডের। প্রতিটা বারে আবার ২টা দাগও দেখাচ্ছে। বাম দিকে যে দাগ দেখছেন সেটা হল ওপেনিং প্রাইস আর ডান দিকে যে দাগটা দেখছেন সেটা ক্লোজিং প্রাইস।
ক্যান্ডেলস্টিক চার্ট
বার চার্টের মত ক্যান্ডেলস্টিক চার্ট ও একই তথ্য প্রদান করে থাকে। কিন্তু এটা ট্রেডারদের মধ্যে বেশি জনপ্রিয়। ক্যান্ডেলস্টিক চার্টে ওপেন, হাই, লোও ক্লোজ দেখায় এবং তার মধ্যে একটা ব্লক দেখায় যেটাকে বডি বলা হয়। নিম্নে আমরা ২ ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। বুল ও বিয়ার ক্যান্ডেল।
এখন চার্টে দেখি কিভাবে এগুলো থাকে:
আমাদের টার্মিনালে সাধারনত ৩ ধরনে চার্ট থাকে। সেগুলো হল:
- লাইন চার্ট
- বার চার্ট
- ক্যান্ডেলস্টিক চার্ট
বি:দ্য: পিরিয়ড মানে এখানে নির্দিষ্ট একটি সময়কে বোঝানো হয়েছে। নিম্নের উদাহরনগুলোতে ১ ঘন্টার চার্ট ব্যাবহার করা হয়েছে।
লাইন চার্ট
খুবই সাধারন একটা চার্ট। আপনি চার্টে শুধু একটা লাইন দেখতে পারবেন। লাইনটা প্রতিটা পিরিয়োডের ক্লোজ প্রাইস দেখায়। একটা পিরিয়োডের ক্লোজ আরেকটা পিরিয়োডের ক্লোজের সাথে সংযুক্ত হওয়ায় এটাকে লাইন আকারে দেখা যায়। নিম্নে লাইন একটি লাইন চার্ট দেয়া হল।
বার চার্ট
বার চার্ট একটু জটিল কিন্তু বেশি তথ্যবহুল। বার চার্টে আপনি দেখতে পাবেন কোন পিরিয়ডের
ওপেনিং প্রাইস = কোন প্রাইসে বার শুরু হয়েছে।
হাই = প্রাইস কতটুকু উপরে উঠেছে।
লো = প্রাইস কতটুকু নিচে নেমেছে।
ক্লোজিং প্রাইস = কোন প্রাইসে বার ক্লোজ হয়েছে।
প্রতিটা বারে কি দেখতে পাচ্ছেন? বারগুলোর উপরের অংশ হাই এবং নিচের অংশ লো দেখাচ্ছে প্রতিটা পেরিয়ডের। প্রতিটা বারে আবার ২টা দাগও দেখাচ্ছে। বাম দিকে যে দাগ দেখছেন সেটা হল ওপেনিং প্রাইস আর ডান দিকে যে দাগটা দেখছেন সেটা ক্লোজিং প্রাইস।
ক্যান্ডেলস্টিক চার্ট
বার চার্টের মত ক্যান্ডেলস্টিক চার্ট ও একই তথ্য প্রদান করে থাকে। কিন্তু এটা ট্রেডারদের মধ্যে বেশি জনপ্রিয়। ক্যান্ডেলস্টিক চার্টে ওপেন, হাই, লোও ক্লোজ দেখায় এবং তার মধ্যে একটা ব্লক দেখায় যেটাকে বডি বলা হয়। নিম্নে আমরা ২ ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। বুল ও বিয়ার ক্যান্ডেল।
এখন চার্টে দেখি কিভাবে এগুলো থাকে:
আগে বলেছিলাম যে
ক্যান্ডেলস্টিক ট্রেডারদের মধ্যে জনপ্রিয়। এর কিছু কারন হল:
- ক্যান্ডেলস্টিক ব্যাখ্যা করা সহজ।
- আপনার চোখ সহজেই ক্যান্ডেলস্টিকের সাথে খাপ খাওয়াতে পারে।
- অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যা আপনাকে মার্কেটের পরবর্তী মুভ সম্পর্কে ধারনা দেয়।
- মার্কেট কখন ঘুড়বে তার সম্পর্কে ধারনা দেয়।