Facebook Twitter LinkedIn google plusone

04 নিউ ইয়র্ক সেশন

নিউ ইয়র্ক সেশন (Newyork session)

নিউইয়র্ক সেশন সন্ধ্যা ৬টায় শুরু হয় আর রাত ২টায় শেষ হয়। ইউরোপিয়ান ও এশিয়ান সেশনের মত নিউইয়র্কও একটি বানিজ্যিক কেন্দ্র যাতে মার্কেট নজর রাখে।

নিচে টেবিল দেওয়া হলো নিউইয়র্ক সেশনের গড় মুভমেন্টের
পেয়ার
নিউ ইয়র্ক
EUR/USD
77
GBP/USD
68
USD/JPY
34
AUD/USD
68
NZD/USD
62
USD/CAD
67
USD/CHF
56
EUR/JPY
72
GBP/JPY
77
AUD/JPY
71
EUR/GBP
36
EUR/CHF
-



বেশিরভাগ অর্থনৈতিক খবর সেশনের শুরুর দিকে প্রতাশিত হয়। মনে রাখবেন যে শতকরা ৮৫% ট্রেডে ডলার অন্তর্ভুক্ত থাকে। তাই যদি ইউএস থেকে কোন বড় অর্থনৈতিক খবর প্রতাশিত হয়, তাহলে গোটা মার্কেট মুভ করার সম্ভাবনা থাকে।

ইউরোপিয়ান সেশন শেষ হয়ে গেলে মানে নিউইয়র্ক সেশনের মাঝের দিকে মার্কেটে শিথিলতা নামতে দেখা যেতে পারে।

শুক্রবারে মার্কেট খুব শিথিল থাকতে পারে অথবা অপ্রত্যাশিত মুভমেন্ট দেখা যেতে পারে। এর কারন হল যে মার্কেট বন্ধ হয় এবং ট্রেডাররা ট্রেড ক্লোজ করে দেয় সাপ্তাহিক বন্ধের আগে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up