চার্ট প্যাটার্ন
এ পর্যন্ত আপনারা আপনাদের ট্রেডিং ট্যুলসের মধ্যে অনেক কিছু জমিয়ে ফেলেছেন। এখন যদি এমন কিছু পান যা খালি চার্টে আপনাকে বিস্ফোরণের সংকেত দেয় তাহলে কেমন হয়?
জি’হ্যাঁ! খালি চার্টে এমন কিছু প্যাটার্ন আছে যেগুলো সঠিকভাবে সনাক্ত করতে পারলে আপনি বর ধরনের লাভ করতে পারবেন। আর এটাকে চার্ট প্যাটার্ন বলা হয়ে থাকে।
এই পরিচ্ছেদে আপনি চার্ট প্যাটার্ন এবং তা কিভাবে ফর্ম করে, সেই সম্পর্কে জানবেন। মনে রাখবেন যে আমাদের লক্ষ্য হল মার্কেটে বড় কোন মুভমেন্ট হাওয়ার আগে আমাদের সেটা শনাক্ত করা আর চার্ট প্যাটার্ন আমাদের সেটা শনাক্ত করতে সাহায্য করে।
মার্কেট ব্রেকাউটের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, সেটাতেও চার্ট ফরমেশন আমাদের অনেক সাহায্য করবে। এটা আবার ট্রেন্ড বিস্তার করবে নাকি রিভার্স করবে সেই সম্পর্কেও সংকেত দিবে। এইসব প্যাটার্ন দেখে আমরা মার্কেটের অবস্থা বুঝে নিজেদের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে পারব।
এই পরিচ্ছেদে আমরা যাযা শিখবো তা হলোঃ
এ পর্যন্ত আপনারা আপনাদের ট্রেডিং ট্যুলসের মধ্যে অনেক কিছু জমিয়ে ফেলেছেন। এখন যদি এমন কিছু পান যা খালি চার্টে আপনাকে বিস্ফোরণের সংকেত দেয় তাহলে কেমন হয়?
জি’হ্যাঁ! খালি চার্টে এমন কিছু প্যাটার্ন আছে যেগুলো সঠিকভাবে সনাক্ত করতে পারলে আপনি বর ধরনের লাভ করতে পারবেন। আর এটাকে চার্ট প্যাটার্ন বলা হয়ে থাকে।
এই পরিচ্ছেদে আপনি চার্ট প্যাটার্ন এবং তা কিভাবে ফর্ম করে, সেই সম্পর্কে জানবেন। মনে রাখবেন যে আমাদের লক্ষ্য হল মার্কেটে বড় কোন মুভমেন্ট হাওয়ার আগে আমাদের সেটা শনাক্ত করা আর চার্ট প্যাটার্ন আমাদের সেটা শনাক্ত করতে সাহায্য করে।
মার্কেট ব্রেকাউটের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, সেটাতেও চার্ট ফরমেশন আমাদের অনেক সাহায্য করবে। এটা আবার ট্রেন্ড বিস্তার করবে নাকি রিভার্স করবে সেই সম্পর্কেও সংকেত দিবে। এইসব প্যাটার্ন দেখে আমরা মার্কেটের অবস্থা বুঝে নিজেদের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে পারব।
এই পরিচ্ছেদে আমরা যাযা শিখবো তা হলোঃ
- ডাবল টপ এবং ডাবল বটম
- হেড এন্ড শোল্ডার এবং ইনভারস হেড এন্ড শোল্ডার
- রাইসিং এবং ফলিং ওয়েজ
- বুলিশ এবং বিয়ারিশ রেক্টেঙ্গেল
- বুলিশ এবং বিয়ারিশ পেনান্ট
- ট্রাইএঙ্গেলস (সিমেট্রিক্যাল, উদ্ধগামি, আধগামি)