Facebook Twitter LinkedIn google plusone

04 SMA vs. EMA

SMA (এসএমএ) বনাম EMA (ইএমএ)

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে SMA আর EMA এর মধ্যে কোনটা ভাল হবে। চলুন দেখি

এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ EMA

  • প্রাইস এ্যাকশনে তারাতাড়ি সাড়া দেয়।
  • ট্রেন্ড চেঞ্জ তারাতাড়ি ধরতে পারে
  • ফ্ল্যাট মার্কেটে ফেকআউটে ফেলতে পারে।


সিম্পল মুভিং এভারেজ SMA

  • স্বচ্ছল কিন্তু প্রাইস এ্যাকশনে ধীরগতিতে সাড়া দেয়।
  • হায়ার টাইমফ্রেমে ভাল কাজ করে।
  • ধীরে মুভ করে বলে এন্ট্রি সিগন্যাল দেরিতে দেয়।
  • ফেকআউট থেকে বাঁচাতে পারে।

তুলনামূলক মুভিং এভারেজ


EMA প্রাইস মুভমেন্টের সাথে দ্রুত সাড়া দেয়। SMA ধীরে সাড়া দেয় কিন্তু পূর্নাঙ্গ ট্রেন্ড দিক নির্দেশনা দেয়। আসলে এটা ট্রেডারদের উপর নির্ভর করে যে SMA আর EMA এর মধ্যে কোনটা তাদের জন্য ভাল। অনেক ট্রেডাররা SMA আর EMA ২ টাই চার্টে ব্যাবহার করে থাকে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up