Facebook Twitter LinkedIn google plusone

02 এমটি ৪ বেসিকস – কিভাবে অর্ডার সেট করতে হয়

এমটি ৪ বেসিকস – কিভাবে অর্ডার সেট করতে হয়

এমটি ৪ অ্যাকাউন্ট যখন সেটআপ করে ফেলেছেন, এখন সেটা ব্যাবহার করা শেখা প্রয়োজন!

প্রথমবার এমটি ৪ দেখলে মাথা ঘুড়িয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। কিন্তু ভয় পাবেন না, এটা কামড় দেবে না! এছাড়া পিপকমিউনিটি আছে এটাকে সহজ করে তুলতে।

আমরা বেসিক দিয়ে শুরু করবো – ট্রেড অর্ডার দেয়া। এই লেসন শেষে আপনি নিম্নোক্ত জিনিসগুলো জানতে পারবেনঃ

১) বাই অথবা সেল কিভাবে করে
২) পেন্ডিং অর্ডারের মাধ্যমে বাই অথবা সেল
৩) ট্রেড শুরু হবার পরে কিভাবে তাতে পরিবর্তন আনতে হয়।

চলুন দেখি!

মেটাট্রেডার ৪ ট্রেড করা

তিনভাবে ট্রেড অর্ডার দিতে পারেনঃ

১) নিউ অর্ডার বাটনে ক্লিক করে।
২) যেকোনো পেয়ারে ডাবল ক্লিক অথবা রাইট মাউস বাটনে ক্লিক করে।
৩) চার্টে যেকোনো যায়গায় রাইট মাউস বাটনে ক্লিক করে।

তারপরে নতুন একটা উইন্ডো আসবে। সেটা দেখিঃ

মেটাট্রেডার ৪ অর্ডার



১) Symbol - এখানে ড্রপডাউন লিস্ট থেকে কারেন্সি পেয়ার বাছাই করে নিতে পারবেন।

২) Volume - এখানে আপনার ট্রেডের সাইজ কত হবে সেটা নির্ধারণ করে নিতে পারবেন।

৩) Stop Loss & Take Profit - স্টপ লস এবং টেক প্রফিটের জন্য।

৪) Comment - যদি ট্রেড সম্পর্কে কোন নোট লিখে রাখতে চান তাহলে সেটা এখানে করতে পারেন।

৫) Type - এখান থেকে বিভিন্ন ধরনের অর্ডার বেছে নিতে পারবেন।

৬) Buy/Sell by Market - একটা বাটন বাই আর অন্যটা সেলের জন্য।


পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড দেয়াঃ

অর্ডার উইন্ডোটি ওপেন করুন। আগের চিত্রে যে ৫ নং পয়েন্টে যে ড্রপডাউন লিস্ট আছে সেটাতে ক্লিক করুন। পরবর্তীতে “Pending Order” সিলেক্ট করুন।

মেটাট্রেডার পেন্ডিং অর্ডার

চারটা অপশন দেখতে পারবেনঃ

১) অর্ডার টাইপ সিলেক্ট করুনঃ
  • Buy Limit - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Sell Limit - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Buy Stop - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Sell Stop - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।

২) কোন ধরনের অর্ডার দিতে চান সেটা সিলেক্ট করার পরে প্রাইস বসাতে হবে।

৩) তারপরে ভলিউম, স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি বসাতে হবে। (লক্ষ্য করুন এখানে স্টপ লস এবং টেক প্রফিট অপশন আছে)

৪) সবকিছু ঠিকঠাকভাবে বসানোর পরে “Place” বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন পাবেন যে ট্রেড অর্ডার নেয়া হয়েছে।

ট্রেড মডিফাই করাঃ

সাধারনত মেটাট্রেডারের নিচে “Terminal” নামে একটা উইন্ডো থাকে। যদি না পেয়ে থাকেন তাহলে “CTRL+T” অথবা “View” মেনু থেকে “Terminal” অপশনে ক্লিক করুন।

সেখানে আপনি আপনার অর্ডার দেখতে পারবেন এবং সেগুলোকে মডিফাই করতে পারবেন।
ট্রেডে স্টপ লস অথবা টেক প্রফিট যুক্ত/মডিফাই করতেঃ

১) যে ট্রেড মডিফাই করতে চান তার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং “Modify or Delete Order” অপশন সিলেক্ট করুন।

২) পরবর্তীতে, স্টপ লস এবং টেক প্রফিটের ঘরে যে ভ্যালু বসাতে চান সেটা বসান। বসানোর পরে “Modify” বাটনে ক্লিক করুন।

৩) তারপর একটা কনফার্মেশন পাবেন যে আপনার ট্রেডে পরিবর্তন আনা হয়েছে।

ট্রেড ক্লোজ করার জন্যঃ

১) থেকে যে ট্রেড ক্লোজ করতে চান সেটাতে রাইট মাউস বাটনে ক্লিক করুন এবং “Close Order” অপশনে ক্লিক করুন।

২) যদি ট্রেড ক্লোজ করতে চান তাহলে, বাই সেল অপশনের নিচের হলুদ বাটনে ক্লিক করুন।

৩) ট্রেড ক্লোজ করার পরে আপনার লাভ/লস আপনার ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যাবে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up