Facebook Twitter LinkedIn google plusone

07 ট্রায়াঙ্গেল

ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ (Triangles)

মাঝেমাঝে প্রাইস এমনভাবে মুভ করে যে চার্টে প্রাইস বারগুলো নির্দিষ্ট জায়গা নিয়ে ত্রিভুজ আকৃতি ধারন করে। এই ধরনের প্যাটার্নসমুহ আমাদের পরবর্তী প্রাইস মুভমেন্টের সম্বন্ধে ধারনা দিয়ে থাকে। ত্রিভুজ অথবা Triangles তিন ধরনের হয়ে থাকেঃ

১। সিমেট্রিক্যাল ত্রিভুজ (Symmetrical Triangle)
২। উদ্ধগামি ত্রিভুজ (Ascending Triangle)
৩। নিম্নগামি ত্রিভুজ (Descending Triangle)

সিমেট্রিক্যাল ত্রিভুজ (Symmetrical Triangle)

সিমেট্রিক্যাল ত্রিভুজ ২ টা ট্রেন্ডলাইন দিয়ে গঠিত হয় যা আস্তেআস্তে একটা অপরটার সাথে মিলিত হতে থাকে। যখন এটা ফর্ম করে, তখন চার্টে সাধারনত আমরা লোয়ার হাই এবং হাইয়ার লো দেখতে পারব। এর মানে হল যে মার্কেটে পর্যাপ্ত পরিমানে ট্রেডার নেই যারা প্রাইসকে কোন একদিকে নিয়ে যাবে।

মার্কেট তখন একদিকে যে কোন একদিকে প্রভাবিত হওয়ার জন্য অপেক্ষা করে। যখন ত্রিভুজ ব্রেক করে তখন কোন নিশ্চয়তা নেই যে প্রাইস কোন দিকে মুভ করবে। তাই এটা চিন্তা করা ভালো যে প্রাইস পূর্ববর্তী ট্রেন্ডের দিকে মুভ করবে। নিম্নের চার্টটি দেখুনঃ


চার্টে যখন আমরা ত্রিভুজ ব্রেক করে দেখি তখন আমরা ত্রিভুজের সমান মুভ আশা করতে পারি।

উদ্ধগামী ত্রিভুজ অথবা Ascending Triangle

উদ্ধগামী ত্রিভুজে প্রাইস রেজিস্টান্স তৈরি করবে যেটা একটা সমতল লাইন দিয়ে আকা যায়। এছাড়া প্রাইস হাইয়ার লো তৈরি করবে যেটা উদ্ধগামি ট্রেন্ডলাইন দিয়ে আকা যায়। ২টা সম্মিলিত করলে উদ্ধগামি ত্রিভুজ আকা হয়। এই প্যাটার্নের সাফল্যের হার অনেক বেশি থাকে।


উদ্ধগামি ত্রিভুজের ব্রেকাউট হলে কোন দিকে যাবে সেটা নিয়ে এখন দ্বিধা রয়ে গেছে। অনেক বইতে লেখা হয়ে থাকে যে যখন ব্রেকআউট হয় তখন প্রাইস রেজিস্টান্স ব্রেক করে উপরের দিকে যায়। কিন্তু সবসময় এটা হয় না। নিচের চিত্রগুলি দেখুনঃ


প্রাইস যেকোনো দিকে ব্রেক করতে পারে। কিন্তু ব্রেক করার পর প্রাইসের তার টার্গেটে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে। ত্রিভুজ ব্রেক করার পরে প্রাইস সাধারনত ত্রিভুজের সমান মুভ করে থাকে।

নিম্নগামী ত্রিভুজ অথবা Descending Triangle

নিম্নগামী ত্রিভুজ বলতে যদি আপনি চিন্তা করে থাকেন যে এটা উদ্ধগামি ত্রিভুজের উল্টা তাহলে আপনাকে বলতে হচ্ছে যে আপনি সঠিক। নিম্নগামি ত্রিভুজ সাপোর্ট এবং লোয়ার লো ট্রেন্ডলাইন সংযুক্ত করে তৈরি হয়।


উদ্ধগামি ত্রিভুজের মত নিম্নগামি ত্রিভুজও যে কোন দিকে ব্রেক করতে পারে। আর ব্রেক করলে প্রাইস ত্রিভুজের সমান মুভ করে থাকে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up