পিভট পয়েন্ট গননা
প্রথম যা শিখবো তা হোল পিভট পয়েন্ট গননা পদ্ধতি।
পিভট পয়েন্ট এবং এর সাথের সাপোর্ট/রেজিস্টান্স গননা করা হয় আগের পেরিয়োডের ওপেন, হাই, লো আর ক্লোজ দিয়ে। অনেক ট্রেডাররা নিউ ইয়র্ক ক্লোজের সময়কে দিনের শেষ হিসেবে নেয়।
পিভট পয়েন্ট গননা নিম্নে দেখানো হলঃ
সাপোর্ট/রেজিস্টেন্স লেভেলগুলোর গননা নিন্মে দেখানো হলঃ
প্রথম লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
২য় লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
৩য় লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
কি সোজা না? যদি কঠিন মনে হয়ে থাকে, তাহলে পিভট পয়েন্ট ক্যালকুলেটর আছে সেটা ব্যাবহার করতে পারেন অথবা এক্সেলে একটা পিভট মডেল বানিয়ে নিতে পারেন। আপনার ইচ্ছা।
প্রথম যা শিখবো তা হোল পিভট পয়েন্ট গননা পদ্ধতি।
পিভট পয়েন্ট এবং এর সাথের সাপোর্ট/রেজিস্টান্স গননা করা হয় আগের পেরিয়োডের ওপেন, হাই, লো আর ক্লোজ দিয়ে। অনেক ট্রেডাররা নিউ ইয়র্ক ক্লোজের সময়কে দিনের শেষ হিসেবে নেয়।
পিভট পয়েন্ট গননা নিম্নে দেখানো হলঃ
পিভট পয়েন্ট (পিপি) = (হাই + লো + ক্লোজ) / ৩
সাপোর্ট/রেজিস্টেন্স লেভেলগুলোর গননা নিন্মে দেখানো হলঃ
প্রথম লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
রেজিস্ট্যান্স ১ (R1) = (২ x পিপি) – লো
সাপোর্ট ১ (S1) = (২ x পিপি) – হাই
২য় লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
রেজিস্ট্যান্স (R2) = পিপি + (হাই – লো)
সাপোর্ট ২ (S2) = পিপি – (হাই – লো)
৩য় লেভেলের সাপোর্ট/রেজিস্টেন্স
রেজিস্ট্যান্স ৩ (R3) = হাই + ২ (পিপি – লো)
সাপোর্ট ৩ (S3) = লো – ২ (হাই – পিপি)
কি সোজা না? যদি কঠিন মনে হয়ে থাকে, তাহলে পিভট পয়েন্ট ক্যালকুলেটর আছে সেটা ব্যাবহার করতে পারেন অথবা এক্সেলে একটা পিভট মডেল বানিয়ে নিতে পারেন। আপনার ইচ্ছা।