ABCD এবং থ্রি-ড্রাইভ
ABCD
এই লেসনে আমরা সহজতম হারমনিক প্যাটার্ন সম্পর্কে জানবো। প্যাটার্ন চিনহিত করতে আপনার রবিন হুডের মতো তীক্ষ্ণ নজর লাগবে আর ফিবনাস্যি ট্যুল লাগবে।
বুলিশ এবং বিয়ারিশ ABCD প্যাটার্নের ক্ষেত্রে, দুটি লাইন হল AB এবং CD যেগুলোকে লেগ বলা হয় এবং BC কে কারেকশন অথবা রিট্রেসমেন্ট বলা হয়। যদি আপনি ফিবনাস্যি রিট্রেসমেন্ট ট্যুল AB লেগে অঙ্কন করেন, তাহলে BC রিট্রেসমেন্ট ০.৬১৮ লেভেল পর্যন্ত যাওয়ার আশা করবেন। তারপর CD হবে BC কারেকশনের ১.২৭২ ফিবনাস্যি এক্সটেনশন।
সহজ তাই না? আপনার যা করতে হবে তা হল প্যাটার্ন তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করা (D পয়েন্ট পর্যন্ত পৌঁছানো) আর তারপরে ট্রেডে এন্ট্রি করা।
আপনার যদি নিয়মের প্রয়োজন থাকে, তাহলে সেগুলো নিম্নে দেয়া হলঃ
- AB এর দৈর্ঘ্য এবং CD এর দৈর্ঘ্য প্রায় সমান হবে।
- প্রাইসের A থেকে B পয়েন্টে যেতে যত সময় লাগে, C থেকে D পর্যন্ত যেতেও সেরকম সময় লাগবে।
থ্রি-ড্রাইভ
থ্রি-ড্রাইভ প্যাটার্ন অনেকটা ABCD প্যাটার্নের মতো কিন্তু এতে ৩টা লেগ আছে (যেগুলোকে ড্রাইভ বলা হয়) এবং ২টা কারেকশন অথবা রিট্রেসমেন্ট আছে। পানির মতো সহজ! একটা মজার ব্যাপার হল থ্রি-ড্রাইভ প্যাটার্ন এলিয়ট ওয়েভ প্যাটার্নের পূর্বপুরুষ।
আগের মতোই আপনার রবিন হুডের মতো নজর, ফিবনাস্যি ট্যুল আর এক পাতিল ধৈর্য লাগবে।
উপরের চার্ট থেকে দেখতে পাচ্ছেন, A পয়েন্ট ড্রাইভ ১ এর ৬১.৮% রিট্রেসমেন্ট হওয়া উচিত। একই ভাবে, B পয়েন্টের ড্রাইভ ২ এর ৬১.৮% হওয়া উচিত। তারপরে, ড্রাইভ ২ কারেকশন A এর ১.২৭২ হওয়া উচিত এবং ড্রাইভ ৩ যথাক্রমে কারেকশন B এর ১.২৭২ হওয়া উচিত।
এখানে নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলা ভালোঃ
- প্রাইসের ড্রাইভ ২ সম্পন্ন করতে যে সময় লাগে, ড্রাইভ ৩ এর একই রকম সময় লাগে উচিত।
- এছাড়াও, রিট্রেসমেন্ট A এবং B সম্পন্ন হওয়ার সময়ও একই রকম হওয়া উচিত।
ABCD
এই লেসনে আমরা সহজতম হারমনিক প্যাটার্ন সম্পর্কে জানবো। প্যাটার্ন চিনহিত করতে আপনার রবিন হুডের মতো তীক্ষ্ণ নজর লাগবে আর ফিবনাস্যি ট্যুল লাগবে।
বুলিশ এবং বিয়ারিশ ABCD প্যাটার্নের ক্ষেত্রে, দুটি লাইন হল AB এবং CD যেগুলোকে লেগ বলা হয় এবং BC কে কারেকশন অথবা রিট্রেসমেন্ট বলা হয়। যদি আপনি ফিবনাস্যি রিট্রেসমেন্ট ট্যুল AB লেগে অঙ্কন করেন, তাহলে BC রিট্রেসমেন্ট ০.৬১৮ লেভেল পর্যন্ত যাওয়ার আশা করবেন। তারপর CD হবে BC কারেকশনের ১.২৭২ ফিবনাস্যি এক্সটেনশন।
সহজ তাই না? আপনার যা করতে হবে তা হল প্যাটার্ন তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করা (D পয়েন্ট পর্যন্ত পৌঁছানো) আর তারপরে ট্রেডে এন্ট্রি করা।
আপনার যদি নিয়মের প্রয়োজন থাকে, তাহলে সেগুলো নিম্নে দেয়া হলঃ
- AB এর দৈর্ঘ্য এবং CD এর দৈর্ঘ্য প্রায় সমান হবে।
- প্রাইসের A থেকে B পয়েন্টে যেতে যত সময় লাগে, C থেকে D পর্যন্ত যেতেও সেরকম সময় লাগবে।
থ্রি-ড্রাইভ
থ্রি-ড্রাইভ প্যাটার্ন অনেকটা ABCD প্যাটার্নের মতো কিন্তু এতে ৩টা লেগ আছে (যেগুলোকে ড্রাইভ বলা হয়) এবং ২টা কারেকশন অথবা রিট্রেসমেন্ট আছে। পানির মতো সহজ! একটা মজার ব্যাপার হল থ্রি-ড্রাইভ প্যাটার্ন এলিয়ট ওয়েভ প্যাটার্নের পূর্বপুরুষ।
আগের মতোই আপনার রবিন হুডের মতো নজর, ফিবনাস্যি ট্যুল আর এক পাতিল ধৈর্য লাগবে।
উপরের চার্ট থেকে দেখতে পাচ্ছেন, A পয়েন্ট ড্রাইভ ১ এর ৬১.৮% রিট্রেসমেন্ট হওয়া উচিত। একই ভাবে, B পয়েন্টের ড্রাইভ ২ এর ৬১.৮% হওয়া উচিত। তারপরে, ড্রাইভ ২ কারেকশন A এর ১.২৭২ হওয়া উচিত এবং ড্রাইভ ৩ যথাক্রমে কারেকশন B এর ১.২৭২ হওয়া উচিত।
এখানে নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলা ভালোঃ
- প্রাইসের ড্রাইভ ২ সম্পন্ন করতে যে সময় লাগে, ড্রাইভ ৩ এর একই রকম সময় লাগে উচিত।
- এছাড়াও, রিট্রেসমেন্ট A এবং B সম্পন্ন হওয়ার সময়ও একই রকম হওয়া উচিত।