ট্রেন্ড স্পট করা
২টা প্রশ্নের উত্তর দিনঃ
- মার্কেট কোন ডায়রেকশনে যাচ্ছে, এটা জানা কি জরুরী?
- আপনার কি মনে হয় যে আপনার ট্রেডিং সিস্টেম ফালতু?
মাঝেমধ্যে ট্রেডিং সিস্টেম খারাপ হতে পারে, আবার কোন ভালো ট্রেডিং সিস্টেম খারাপভাবে ব্যাবহার হতে পারে। অবশ্যই ট্রেডিং সিস্টেম যদি খারাপ পারফর্মেন্স দেয়, তাহলে দোষ ট্রেডিং সিস্টেমের। আপনার কোন দোষই হতে পারে না, তাই না?
কোন ট্রেডিং মেথডই ভালো হবে না, যদি সেটা সঠিক ডায়রেকশনে ট্রেড না করে থাকেন। যদি মার্কেট কোন ডায়রেকশনে যাচ্ছে তা ধরতে পারেন, তাহলে একটা এভারেজ ট্রেডিং সিস্টেমও আপনাকে লাভ দিতে পারে।
একসময় না একসময় আমরা ভিন্ন ধরনের মার্কেট এনভাইরনমেন্টে প্রবেশ করে থাকি। সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায়ঃ
- আপট্রেন্ড
- ডাউনট্রেন্ড
- রেঞ্জিং/ফ্ল্যাট
ভিন্ন ভিন্ন টাইমফ্রেমে ফরেক্স মার্কেট অনেক সুযোগ দেয় যেখানে রেঞ্জিং এবং ট্রেন্ডিং মার্কেটে বিভিন্ন স্ট্রাটেজি খাটানো যায়। যদি জানতে পারেন যে কোন মার্কেটে কোন স্ট্রাটেজি উপযুক্ত, আপনি আপনার ট্রেডিং ট্যুলবক্স থেকে সেগুলো ব্যবহার করে মার্কেট থেকে লাভ নিয়ে নিতে পারবেন।
২টা প্রশ্নের উত্তর দিনঃ
- মার্কেট কোন ডায়রেকশনে যাচ্ছে, এটা জানা কি জরুরী?
- আপনার কি মনে হয় যে আপনার ট্রেডিং সিস্টেম ফালতু?
মাঝেমধ্যে ট্রেডিং সিস্টেম খারাপ হতে পারে, আবার কোন ভালো ট্রেডিং সিস্টেম খারাপভাবে ব্যাবহার হতে পারে। অবশ্যই ট্রেডিং সিস্টেম যদি খারাপ পারফর্মেন্স দেয়, তাহলে দোষ ট্রেডিং সিস্টেমের। আপনার কোন দোষই হতে পারে না, তাই না?
কোন ট্রেডিং মেথডই ভালো হবে না, যদি সেটা সঠিক ডায়রেকশনে ট্রেড না করে থাকেন। যদি মার্কেট কোন ডায়রেকশনে যাচ্ছে তা ধরতে পারেন, তাহলে একটা এভারেজ ট্রেডিং সিস্টেমও আপনাকে লাভ দিতে পারে।
একসময় না একসময় আমরা ভিন্ন ধরনের মার্কেট এনভাইরনমেন্টে প্রবেশ করে থাকি। সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায়ঃ
- আপট্রেন্ড
- ডাউনট্রেন্ড
- রেঞ্জিং/ফ্ল্যাট
ভিন্ন ভিন্ন টাইমফ্রেমে ফরেক্স মার্কেট অনেক সুযোগ দেয় যেখানে রেঞ্জিং এবং ট্রেন্ডিং মার্কেটে বিভিন্ন স্ট্রাটেজি খাটানো যায়। যদি জানতে পারেন যে কোন মার্কেটে কোন স্ট্রাটেজি উপযুক্ত, আপনি আপনার ট্রেডিং ট্যুলবক্স থেকে সেগুলো ব্যবহার করে মার্কেট থেকে লাভ নিয়ে নিতে পারবেন।