ফেকআউট ট্রেডিং
এতক্ষণে হয়ত আপনারা ধরে নিয়েছেন যে ব্রেকআউট ট্রেডিং ট্রেডারদের কাছে একটা জনপ্রিয় মেথড।
প্রাইসের সাধারনত ট্রেন্ডের দিকে ঝোঁক বেশী থাকে। আর তাই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলা বুদ্ধিমানের কাজ। ট্রেন্ড একসময় না একসময় পরিবর্তন হয়। আর পরিবর্তনের মাঝে আপনাকে ফেক সিগন্যাল দেয়। চলুন দেখিঃ
উপরের চার্টে ইএমএ-২১ ব্যাবহার করা হয়েছে। মুভিং এভারেজকে আমরা ডায়নামিক সাপোর্ট/রেজিস্টান্স হিসেবে ব্যাবহার করে থাকি। আপট্রেন্ডে প্রাইস ২ বার ইএমএ-২১ ব্রেক করে নিচে নামতে ব্যার্থ হয়েছে। প্রথমত আপট্রেন্ড, আর ৩য় বার যখন প্রাইস আবার ব্যার্থ হয়েছে তখন আপনার মনে হতে পারে যে এখন বুঝি বাই দেয়ার ভালো সময়। ধরুন এখানে বাই দিলেন, কিন্তু পড়ে দেখলেন যে সেটা একটা ফেকআউট ছিল।
এত অ্যানালিসিস করার পরে ধরা খেয়ে সহ্য না করতে পেরে এতক্ষণে হয়ত কাঁদতে কাঁদতে আপনার নাক দিয়ে পানিও বের হওয়া শুরু হয়ে গিয়েছে।
আপনি চিন্তা করছেন যে, এই রকম লস থেকে কি কখনোই বাচতে পারবো না? উত্তর হল, সবসময় বাঁচা সম্ভব নয়। নিচের চার্টটি দেখুনঃ
আগের চার্টকেই আবার দেখছি। উপরের যেই প্যাটার্ন দেখা যাচ্ছে সেটা কি ওয়েজ প্যাটার্ন নাকি ট্রায়েঙ্গেল? আমরা যদি আগে এটা ধরতে পারতাম, তাহলে হয়ত লসের বদলে এখন লাভ হত।
এতক্ষণে হয়ত আপনারা ধরে নিয়েছেন যে ব্রেকআউট ট্রেডিং ট্রেডারদের কাছে একটা জনপ্রিয় মেথড।
প্রাইসের সাধারনত ট্রেন্ডের দিকে ঝোঁক বেশী থাকে। আর তাই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলা বুদ্ধিমানের কাজ। ট্রেন্ড একসময় না একসময় পরিবর্তন হয়। আর পরিবর্তনের মাঝে আপনাকে ফেক সিগন্যাল দেয়। চলুন দেখিঃ
উপরের চার্টে ইএমএ-২১ ব্যাবহার করা হয়েছে। মুভিং এভারেজকে আমরা ডায়নামিক সাপোর্ট/রেজিস্টান্স হিসেবে ব্যাবহার করে থাকি। আপট্রেন্ডে প্রাইস ২ বার ইএমএ-২১ ব্রেক করে নিচে নামতে ব্যার্থ হয়েছে। প্রথমত আপট্রেন্ড, আর ৩য় বার যখন প্রাইস আবার ব্যার্থ হয়েছে তখন আপনার মনে হতে পারে যে এখন বুঝি বাই দেয়ার ভালো সময়। ধরুন এখানে বাই দিলেন, কিন্তু পড়ে দেখলেন যে সেটা একটা ফেকআউট ছিল।
এত অ্যানালিসিস করার পরে ধরা খেয়ে সহ্য না করতে পেরে এতক্ষণে হয়ত কাঁদতে কাঁদতে আপনার নাক দিয়ে পানিও বের হওয়া শুরু হয়ে গিয়েছে।
আপনি চিন্তা করছেন যে, এই রকম লস থেকে কি কখনোই বাচতে পারবো না? উত্তর হল, সবসময় বাঁচা সম্ভব নয়। নিচের চার্টটি দেখুনঃ
আগের চার্টকেই আবার দেখছি। উপরের যেই প্যাটার্ন দেখা যাচ্ছে সেটা কি ওয়েজ প্যাটার্ন নাকি ট্রায়েঙ্গেল? আমরা যদি আগে এটা ধরতে পারতাম, তাহলে হয়ত লসের বদলে এখন লাভ হত।