ক্রস কারেন্সি বেশী ট্রেডের সুযোগ দেয়
ফরেক্স মার্কেটে শতকরা ৯০% এর বেশী লেনদেনে ইউএসডি অন্তর্ভুক্ত থাকে। আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে ইউএসডি কেন? এটা জিবিপি অথবা ইউরো হতে পারতো?
অনেক কৃষি এবং শিল্পজাত দ্রব্য; যেমন তেলকে ইউএস ডলারে দর করা হয়। যদি কোন দেশ তেল অথবা অন্য কোন কৃষিজাত দ্রব্য আমদানি করতে চায়, তাহলে প্রথমে তাদের লোকাল কারেন্সিকে ইউএস ডলারে পরিণত করতে হবে। একারনে বিভিন্ন দেশ ইউএসডি রিজার্ভ করে রাখে। তাদের কাছে রিজার্ভ থাকায় লেনদেন দ্রুত সম্পন্ন হয়।
যেহেতু ইউএসডি সবচেয়ে ব্যাবরিত হয়, আরেকটা প্রশ্ন আসে – “ইউএসডি কি শক্তিশালী নাকি দুর্বল হবে?”
শুধুমাত্র এই একটি প্রশ্ন অনেক কারেন্সি পেয়ারের লিকুইডিটিতে প্রভাব ফেলবে। যেমনঃ
মেজর পেয়ার – ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/সিএইচএফ, ইউএসডি/জেপিওয়াই।
কমোডিটি পেয়ার – এইউডি/ইউএসডি, ইউএসডি/ক্যাড, এনজেডডি/ইউএসডি।
লক্ষ্য করবেন যে উপরের পেয়ারগুলোতে ইউএসডি সংযুক্ত আছে। যেখানে ট্রেডারদের ডিসিশন এই এক স্পেকুলেশনের উপরে নেয়া সেখানে ট্রেডারদের খুব বেশী কিছু করার থাকে না। তাই এই ৭টি “মেজর” ডলার নির্ভর পেয়ারের দিকে না তাকিয়ে, যদি ক্রস কারেন্সির দিকে নজর দেই তাহলে আরও লাভজনক ট্রেডের সুযোগ দেবে।
কারেন্সি ক্রস মেজর পেয়ার থেকে ভিন্নভাবে মুভ করে। যেমনঃ মেজর পেয়ার ফ্ল্যাট এনভায়রমেন্টে মুভ করছে কিন্তু ক্রস পেয়ার ট্রেন্ডিং মুভ করছে।
বেশীরভাগ ট্রেডাররাই মেজর ট্রেড করে। আর সবাই ক্রস ট্রেড করে না। এটার আপনি সুযোগ নিতে পারেন অথবা পাশে বসে থাকতে পারেন।
ফরেক্স মার্কেটে শতকরা ৯০% এর বেশী লেনদেনে ইউএসডি অন্তর্ভুক্ত থাকে। আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে ইউএসডি কেন? এটা জিবিপি অথবা ইউরো হতে পারতো?
অনেক কৃষি এবং শিল্পজাত দ্রব্য; যেমন তেলকে ইউএস ডলারে দর করা হয়। যদি কোন দেশ তেল অথবা অন্য কোন কৃষিজাত দ্রব্য আমদানি করতে চায়, তাহলে প্রথমে তাদের লোকাল কারেন্সিকে ইউএস ডলারে পরিণত করতে হবে। একারনে বিভিন্ন দেশ ইউএসডি রিজার্ভ করে রাখে। তাদের কাছে রিজার্ভ থাকায় লেনদেন দ্রুত সম্পন্ন হয়।
যেহেতু ইউএসডি সবচেয়ে ব্যাবরিত হয়, আরেকটা প্রশ্ন আসে – “ইউএসডি কি শক্তিশালী নাকি দুর্বল হবে?”
শুধুমাত্র এই একটি প্রশ্ন অনেক কারেন্সি পেয়ারের লিকুইডিটিতে প্রভাব ফেলবে। যেমনঃ
মেজর পেয়ার – ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/সিএইচএফ, ইউএসডি/জেপিওয়াই।
কমোডিটি পেয়ার – এইউডি/ইউএসডি, ইউএসডি/ক্যাড, এনজেডডি/ইউএসডি।
লক্ষ্য করবেন যে উপরের পেয়ারগুলোতে ইউএসডি সংযুক্ত আছে। যেখানে ট্রেডারদের ডিসিশন এই এক স্পেকুলেশনের উপরে নেয়া সেখানে ট্রেডারদের খুব বেশী কিছু করার থাকে না। তাই এই ৭টি “মেজর” ডলার নির্ভর পেয়ারের দিকে না তাকিয়ে, যদি ক্রস কারেন্সির দিকে নজর দেই তাহলে আরও লাভজনক ট্রেডের সুযোগ দেবে।
কারেন্সি ক্রস মেজর পেয়ার থেকে ভিন্নভাবে মুভ করে। যেমনঃ মেজর পেয়ার ফ্ল্যাট এনভায়রমেন্টে মুভ করছে কিন্তু ক্রস পেয়ার ট্রেন্ডিং মুভ করছে।
বেশীরভাগ ট্রেডাররাই মেজর ট্রেড করে। আর সবাই ক্রস ট্রেড করে না। এটার আপনি সুযোগ নিতে পারেন অথবা পাশে বসে থাকতে পারেন।