Facebook Twitter LinkedIn google plusone

04 ইন্টেরেস্ট রেটের পার্থক্যের মধ্যে দিয়ে লাভ নেয়া

ইন্টেরেস্ট রেটের পার্থক্যের মধ্যে দিয়ে লাভ নেয়া

সতর্কীকরণঃ সুদ মুসলমানদের জন্য হারাম। 

এই লেসনটা শুধুমাত্র জ্ঞানের জন্য দেয়া হচ্ছে। সবাইকে এই ধরনের ট্রেডিং থেকে লাভ নেয়ার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

সময়ভেদে ২ দেশের ইন্টেরেস্ট রেটের মধ্যে ভিন্নতা দেখা যায় যেখানে ট্রেডাররা ইন্টেরেস্ট রেটের পার্থক্য দিয়ে লাভ বের করে নিতে পারে। ট্রেডাররা এটাকে ক্যারি ট্রেড বলে চিনে থাকে।





যদি আপনি একটা ট্রেন্ড ধরতে পারেন যার ওভারনাইট রেট আপনাকে পজিটিভ সুদ দেবে, তাহলে প্রতি পিপে যে লাভ পাওয়া যায় তা তো থাকবেই, তার সাথে যতদিন ট্রেড ওপেন রাখবেন, তার উপর সুদ বোনাস আসবে। যদি ওভারনাইট রেট নেগেটিভ হয়, তাহলে সেই একই সুদ আপনার লাভ কমাতে থাকবে।



উপরের চার্টে এইউডি/জেপিওয়াই পেয়ারে ২০১০ জুনের দিকে যদি বাই ট্রেড দেয়া হত, তাহলে এক বছরে ২,১০০ পিপের উপরে লাভ এবং এক বছরে পজিটিভ সুদ অ্যাকাউন্টে জমা হত। কল্পনা করতে পারেন যে এটা একটা ক্যাশ কাউ মেথড। বড় বড় প্রতিষ্ঠান তাদের হেজিং স্ট্রাটেজি হিসেবে এইসব কার্যকলাপে লিপ্ত থাকে।

ক্যারি ট্রেড নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা হবে। শুধুমাত্র জ্ঞানের জন্য। সবকিছু থেকে লাভ নেয়া উচিত নয় আর এটা সেগুলোর মধ্যে একটা। আবারো সতর্ক করা হচ্ছে যে সুদ মুসলমানদের জন্য হারাম।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up