ধোঁয়াটে ক্রস
ক্রস কারেন্সির মধ্যে ইউরো এবং ইয়েন সবচেয়ে বেশী লিকুইড। অনেক ক্রস পেয়ার আছে যেগুলোতে ইউরো, ইউএসডি অথবা ইয়েন কোনটাই নেই। সেগুলোকে “ধোঁয়াটে ক্রস” বলা হয়ে থাকে।
এখানে যে পেয়ারগুলোকে ধোঁয়াটে বলা হচ্ছ সেগুলো হল এইউড/সিএইচএফ (USD/CHF), এইউডি/এনজেডডি (USD/NZD), ক্যাড/সিএইচএফ (CAD/CHF), এবং জিবিপি/সিএইচএফ (GBP/CHF)।
এই পেয়ারগুলতে ট্রেড করা ইউরো অথবা ইয়েন ক্রসের চেয়ে কষ্টকর হয়ে হতে পারে। এর কারন হল খুব কম সংখ্যক ট্রেডার এগুলো ট্রেড করে, তাই ভলিউম কম ফলে কম লিকুইডিটি। এধরনের কারেন্সি পেয়ারে প্রাইসকে অনেক লাফালাফি করতে দেখা যেতে পারে। নিচের চার্টটি দেখুনঃ
এত বেশী স্পাইক আপনার ট্রেডের জন্য ভালো না। যদি আপনি ক্রস কারেন্সি গুরু না হয়ে থাকেন, এরকম অস্থির মুভমেন্টে ট্রেড করা আপনার জন্য কষ্টকর হয়ে দাড়াতে পারে। একারনে যারা এসব পেয়ারে ট্রেড করে, তারা ওয়াইড স্টপ লস ব্যাবহার করে থাকে। এছাড়াও কম ট্রেড হয় বলে এগুলোর স্প্রেড অনেক বেশী হয়ে থাকে। যদি আপনি নিজেকে এই ধরনের কারেন্সি ক্রস থেকে বিরত না রাখতে পারেন, তাহলে বেশী স্প্রেড আর অস্থির মুভমেন্টের জন্য নিজেকে প্রস্তুত করে নিন।
ক্রস কারেন্সির মধ্যে ইউরো এবং ইয়েন সবচেয়ে বেশী লিকুইড। অনেক ক্রস পেয়ার আছে যেগুলোতে ইউরো, ইউএসডি অথবা ইয়েন কোনটাই নেই। সেগুলোকে “ধোঁয়াটে ক্রস” বলা হয়ে থাকে।
এখানে যে পেয়ারগুলোকে ধোঁয়াটে বলা হচ্ছ সেগুলো হল এইউড/সিএইচএফ (USD/CHF), এইউডি/এনজেডডি (USD/NZD), ক্যাড/সিএইচএফ (CAD/CHF), এবং জিবিপি/সিএইচএফ (GBP/CHF)।
এই পেয়ারগুলতে ট্রেড করা ইউরো অথবা ইয়েন ক্রসের চেয়ে কষ্টকর হয়ে হতে পারে। এর কারন হল খুব কম সংখ্যক ট্রেডার এগুলো ট্রেড করে, তাই ভলিউম কম ফলে কম লিকুইডিটি। এধরনের কারেন্সি পেয়ারে প্রাইসকে অনেক লাফালাফি করতে দেখা যেতে পারে। নিচের চার্টটি দেখুনঃ
এত বেশী স্পাইক আপনার ট্রেডের জন্য ভালো না। যদি আপনি ক্রস কারেন্সি গুরু না হয়ে থাকেন, এরকম অস্থির মুভমেন্টে ট্রেড করা আপনার জন্য কষ্টকর হয়ে দাড়াতে পারে। একারনে যারা এসব পেয়ারে ট্রেড করে, তারা ওয়াইড স্টপ লস ব্যাবহার করে থাকে। এছাড়াও কম ট্রেড হয় বলে এগুলোর স্প্রেড অনেক বেশী হয়ে থাকে। যদি আপনি নিজেকে এই ধরনের কারেন্সি ক্রস থেকে বিরত না রাখতে পারেন, তাহলে বেশী স্প্রেড আর অস্থির মুভমেন্টের জন্য নিজেকে প্রস্তুত করে নিন।