কৃত্রিম কারেন্সি পেয়ার তৈরি
ইন্সটিটিউশনাল ট্রেডাররা হাই ভলিউম এবং লিকুইডিটির অভাবে মাঝেমাঝে কিছু ক্রস কারেন্সি ট্রেড করতে পারে না। তাই তারা “কৃত্রিম কারেন্সি পেয়ার” তৈরি করে তা ট্রেড করে।
ধরুন একজন ইন্সটিটিউশনাল ট্রেডার জিবিপি/ইউএসডি বাই করতে চায় কিন্তু পর্যাপ্ত লিকুইডিটির অভাবে সেটা পারছে না। তাই এই ট্রেডটা করতে, তার জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই বাই করতে হবে। এটা সম্ভব কারন জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই ২টাতেই লিকুইডিটি পর্যাপ্ত পরিমানে আছে।
তো কৃত্রিম কারেন্সি পেয়ার কিভাবে তৈরি করা যায় তা দেখিঃ
ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত আমাদের এত ঝামেলায় যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের ব্রোকার প্রায় সবগুলো ক্রস পেয়ার অফার করে। আপনি যদি রিটেইল ট্রেডার হয়ে থাকেন, আর ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত করে ট্রেড করতে চান তাহলে সেটা করতে পারেন। কিন্তু সেটা খুব স্মার্ট কাজ হবে না।
২ টা ভিন্ন কারেন্সি পেয়ার ওপেন করতে গেলে অধিক মার্জিনের প্রয়োজন হয়। আর সেটা আপনার অধিক মূলধন ব্যাবহার করে। তাই যদি আপনি বিলিয়ন ডলারের অ্যাকাউন্টে ট্রেড না করে থাকেন, কৃত্রিম পেয়ার বানিয়ে ট্রেড করার কথা ভুলে যান।
ইন্সটিটিউশনাল ট্রেডাররা হাই ভলিউম এবং লিকুইডিটির অভাবে মাঝেমাঝে কিছু ক্রস কারেন্সি ট্রেড করতে পারে না। তাই তারা “কৃত্রিম কারেন্সি পেয়ার” তৈরি করে তা ট্রেড করে।
ধরুন একজন ইন্সটিটিউশনাল ট্রেডার জিবিপি/ইউএসডি বাই করতে চায় কিন্তু পর্যাপ্ত লিকুইডিটির অভাবে সেটা পারছে না। তাই এই ট্রেডটা করতে, তার জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই বাই করতে হবে। এটা সম্ভব কারন জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই ২টাতেই লিকুইডিটি পর্যাপ্ত পরিমানে আছে।
তো কৃত্রিম কারেন্সি পেয়ার কিভাবে তৈরি করা যায় তা দেখিঃ
ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত আমাদের এত ঝামেলায় যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের ব্রোকার প্রায় সবগুলো ক্রস পেয়ার অফার করে। আপনি যদি রিটেইল ট্রেডার হয়ে থাকেন, আর ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত করে ট্রেড করতে চান তাহলে সেটা করতে পারেন। কিন্তু সেটা খুব স্মার্ট কাজ হবে না।
২ টা ভিন্ন কারেন্সি পেয়ার ওপেন করতে গেলে অধিক মার্জিনের প্রয়োজন হয়। আর সেটা আপনার অধিক মূলধন ব্যাবহার করে। তাই যদি আপনি বিলিয়ন ডলারের অ্যাকাউন্টে ট্রেড না করে থাকেন, কৃত্রিম পেয়ার বানিয়ে ট্রেড করার কথা ভুলে যান।