ইউরো এবং ইয়েন ক্রস
ইউএস ডলারের পরে সবচেয়ে বেশী প্রচলিত কারেন্সি হল ইউরো এবং ইয়েন। এগুলো বিভিন্ন দেশে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যাবরিত হয়ে থাকে।
ইউরো ক্রস ট্রেডিং
ইউরো ক্রসের মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় কারেন্সি পেয়ার হল ইউরো/জেপিওয়াই, ইউরো/জিবিপি, এবং ইউরো/সিএইচএফ।
যেসব নিউজ ইউরো অথবা সিএইচএফ এর উপর প্রভাব ফেলে সেগুলো ইউরো/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ এর চেয়ে ইউরো/সিএইচএফের উপর বেশী প্রভাব ফেলবে। আবার ইউকে নিউজ ইউরো/জিবিপি এর উপর বেশী প্রভাব ফেলবে।
ইউএস নিউজ ইউরো ক্রসে প্রভাব ফেলে থাকে। যখন ইউএস নিউজ জিবিপি/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ পেয়ারে বড় ধরনের মুভ করে, তখন সেটা শুধু জিবিপি এবং সিএইচএফ এর বিপরীতে ইউরোতেও প্রভাব ফেলে। ইউএসডিতে বড় মুভের সাথে সাথে ইউরো/সিএইচএফ এবং ইউরো/জিবিপি পেয়ারেও বড় মুভ ঘটে।
আপনি হয়ত মনে মনে বলছেন, ধুত মিয়া কি বলতেছেন। কিছুই তো মাথায় ঢুকলো না। উদাহরন দেন।
ধরুন,
- একটা ভালো ইউএস নিউজ আসলো। এতে ইউএসডি বাড়বে।
- মানে জিবিপি/ইউএসডি ফল করবে আর ইউএসডি/সিএইচএফ বাড়বে।
- জিবিপি ফল করলে ইউরো/জিবিপি বাড়বে। কারন ট্রেডাররা জিবিপি সেল করছে।
- সিএইচএফ ফল করলে ইউরো/সিএইচএফ বাড়বে। কারন ট্রেডাররা সিএইচএফ সেল করছে।
- চিন্তা করে দেখুন যে, এখন ইউএসডি নিউজ যদি খারাপ আসে তাহলে কি হবে?
ইয়েন ক্রস ট্রেডিং
জেপিওয়াই একটি জনপ্রিয় ক্রস কারেন্সি। এটা সাধারনত সব মেজরের বিপরীতে ট্রেড করা হয়। ইউএসডির পড়ে ইউরো/জেপিওয়াই হল সবচেয়ে জনপ্রিয়।
জাপানিজ ইয়েনের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার ক্যারি ট্রেডারদের মধ্যে অনেক জনপ্রিয়। এর কারন হল জেপিওয়াই এর বিপরীতে ইন্টেরেস্ট রেটের পার্থক্য।
মনে রাখবেন, সুদ মুসলমানদের জন্য হারাম।
যখন ইয়েন ক্রস ট্রেড করবেন, তখন ইউএসডি/জেপিওয়াই এর উপর নজর রাখবেন। যখন এই পেয়ারে “কী লেভেল” হোল্ড করে অথবা ব্রেক করে তখন অন্যান্য পেয়ারে এর প্রভাব পড়ে থাকে। উদাহরণস্বরূপঃ
- ইউএসডি/জেপিওয়াই কোন “কী রেজিস্টান্স লেভেল” ব্রেক করল।
- এটা ইঙ্গিত দিচ্ছে যে ট্রেডাররা জেপিওয়াই সেল করছে।
- ফলে আমরা জিবিপি/জেপিওয়াই, ইউরো/জেপিওয়াই, এইউডি/জেপিওয়াই পেয়ারে প্রাইস বাড়তে দেখতে পারি।
কী প্রাইস লেভেল কাকে বলে?
একটা প্রাইস লেভেল যেটা ব্রেক করলে প্রাইস অনেক দূরে যেতে পারে। কিছু কী প্রাইস লেভেলের ব্যাবরিত ট্যুল হলঃ ফিবোনাস্যি, পিভট পয়েন্ট, সাপোর্ট ও রেজিস্টান্স।
ক্যাড/জেপিওয়াই (CAD/JPY)
বিগত বছরকয়েক ধরে ক্যাড/জেপিওয়াই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর কারন যদি মনে করে থাকেন যে, কানাডায় অনেক ঠাণ্ডা আর জাপানে অনেক ভূমিকম্প হয়ে থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারনা করেছেন। হাহাহা!
এই ক্রসে জনপ্রিয়তার কারন হল তেল। কারন কানাডা হল ২য় সর্বচ্চ তেল রিজার্ভকৃত দেশ এবং তেলের দাম বাড়াতে তাদের লাভ হয়।
অন্যদিকে জাপান তেল আমদানির উপর নির্ভর করে। তাদের প্রায় শতকরা ৯৯% তেল আমদানি করা হয়।
তেলের সাথে এই পেয়ারের কোরিলেশন হাই। প্রায় ৮৭% ধরা হয়।
ইউএস ডলারের পরে সবচেয়ে বেশী প্রচলিত কারেন্সি হল ইউরো এবং ইয়েন। এগুলো বিভিন্ন দেশে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যাবরিত হয়ে থাকে।
ইউরো ক্রস ট্রেডিং
ইউরো ক্রসের মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় কারেন্সি পেয়ার হল ইউরো/জেপিওয়াই, ইউরো/জিবিপি, এবং ইউরো/সিএইচএফ।
যেসব নিউজ ইউরো অথবা সিএইচএফ এর উপর প্রভাব ফেলে সেগুলো ইউরো/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ এর চেয়ে ইউরো/সিএইচএফের উপর বেশী প্রভাব ফেলবে। আবার ইউকে নিউজ ইউরো/জিবিপি এর উপর বেশী প্রভাব ফেলবে।
ইউএস নিউজ ইউরো ক্রসে প্রভাব ফেলে থাকে। যখন ইউএস নিউজ জিবিপি/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ পেয়ারে বড় ধরনের মুভ করে, তখন সেটা শুধু জিবিপি এবং সিএইচএফ এর বিপরীতে ইউরোতেও প্রভাব ফেলে। ইউএসডিতে বড় মুভের সাথে সাথে ইউরো/সিএইচএফ এবং ইউরো/জিবিপি পেয়ারেও বড় মুভ ঘটে।
আপনি হয়ত মনে মনে বলছেন, ধুত মিয়া কি বলতেছেন। কিছুই তো মাথায় ঢুকলো না। উদাহরন দেন।
ধরুন,
- একটা ভালো ইউএস নিউজ আসলো। এতে ইউএসডি বাড়বে।
- মানে জিবিপি/ইউএসডি ফল করবে আর ইউএসডি/সিএইচএফ বাড়বে।
- জিবিপি ফল করলে ইউরো/জিবিপি বাড়বে। কারন ট্রেডাররা জিবিপি সেল করছে।
- সিএইচএফ ফল করলে ইউরো/সিএইচএফ বাড়বে। কারন ট্রেডাররা সিএইচএফ সেল করছে।
- চিন্তা করে দেখুন যে, এখন ইউএসডি নিউজ যদি খারাপ আসে তাহলে কি হবে?
ইয়েন ক্রস ট্রেডিং
জেপিওয়াই একটি জনপ্রিয় ক্রস কারেন্সি। এটা সাধারনত সব মেজরের বিপরীতে ট্রেড করা হয়। ইউএসডির পড়ে ইউরো/জেপিওয়াই হল সবচেয়ে জনপ্রিয়।
জাপানিজ ইয়েনের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার ক্যারি ট্রেডারদের মধ্যে অনেক জনপ্রিয়। এর কারন হল জেপিওয়াই এর বিপরীতে ইন্টেরেস্ট রেটের পার্থক্য।
মনে রাখবেন, সুদ মুসলমানদের জন্য হারাম।
যখন ইয়েন ক্রস ট্রেড করবেন, তখন ইউএসডি/জেপিওয়াই এর উপর নজর রাখবেন। যখন এই পেয়ারে “কী লেভেল” হোল্ড করে অথবা ব্রেক করে তখন অন্যান্য পেয়ারে এর প্রভাব পড়ে থাকে। উদাহরণস্বরূপঃ
- ইউএসডি/জেপিওয়াই কোন “কী রেজিস্টান্স লেভেল” ব্রেক করল।
- এটা ইঙ্গিত দিচ্ছে যে ট্রেডাররা জেপিওয়াই সেল করছে।
- ফলে আমরা জিবিপি/জেপিওয়াই, ইউরো/জেপিওয়াই, এইউডি/জেপিওয়াই পেয়ারে প্রাইস বাড়তে দেখতে পারি।
কী প্রাইস লেভেল কাকে বলে?
একটা প্রাইস লেভেল যেটা ব্রেক করলে প্রাইস অনেক দূরে যেতে পারে। কিছু কী প্রাইস লেভেলের ব্যাবরিত ট্যুল হলঃ ফিবোনাস্যি, পিভট পয়েন্ট, সাপোর্ট ও রেজিস্টান্স।
ক্যাড/জেপিওয়াই (CAD/JPY)
বিগত বছরকয়েক ধরে ক্যাড/জেপিওয়াই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর কারন যদি মনে করে থাকেন যে, কানাডায় অনেক ঠাণ্ডা আর জাপানে অনেক ভূমিকম্প হয়ে থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারনা করেছেন। হাহাহা!
এই ক্রসে জনপ্রিয়তার কারন হল তেল। কারন কানাডা হল ২য় সর্বচ্চ তেল রিজার্ভকৃত দেশ এবং তেলের দাম বাড়াতে তাদের লাভ হয়।
অন্যদিকে জাপান তেল আমদানির উপর নির্ভর করে। তাদের প্রায় শতকরা ৯৯% তেল আমদানি করা হয়।
তেলের সাথে এই পেয়ারের কোরিলেশন হাই। প্রায় ৮৭% ধরা হয়।