Facebook Twitter LinkedIn google plusone

09 মেজর কারেন্সি ট্রেডে ক্রস কারেন্সির ব্যাবহার

মেজর কারেন্সি ট্রেডে ক্রস কারেন্সির ব্যাবহার

আপনি যদি ক্রস কারেন্সি ট্রেডে আগ্রহী না হয়ে থাকেন, আপনি ক্রস কারেন্সি আপনার ট্রেডের জন্য উত্তম ডিসিশনের জন্য ব্যাবহার করতে পারেন।

কারেন্সি ক্রস আপনাকে মেজরের তুলনামূলক স্ট্রেনথ যাচাই করতে সহায়তা করবে। ধরুন আপনি ইউরো/ইউএসডি এবং জিবিপি/ইউএসডি এই ২টার মধ্যে যেকোনো একটা সেল করার সিদ্ধান্ত নিলেন। কোনটা ট্রেড করবেন সেটা ভাবছেন।

আপনি ইউরো/জিবিপি পেয়ারে দেখলেন যে এটা ফল করছে। এর মানে ইউরো ফল করছে আর জিবিপি বাড়ছে। মানে পাউন্ড ইউরো থেকে তুলনামুলকভাবে শক্তিশালী।





এখন চিন্তা করেন যে কোন পেয়ার আপনার লসের ঝুকি কমিয়ে দেয়? এই ক্ষেত্রে ইউরো/ইউএসডি সেল করলে লাভের সম্ভাবনা জিবিপি/ইউএসডি থেকে বেশী হবে।

আবার যদি ইউএসডি কোন কারনে শক্তিশালী হয়, তাহলে ইউরো/ইউএসডি আপনাকে তুলনামূলক বেশী পিপ দেবে।
আপনি তুলনামূলক স্ট্রেনথ অ্যানালিসিস যেকোনো কারেন্সি পেয়ারে করতে পারেন। ধরুন আপনি ইউএস ডলারে বিয়ারিশ মনোভাব রাখছেন। তো আপনি কিভাবে ট্রেড করবেন?

  • ইউরো/ইউএসডি বাই করবো, নাকি ইউএসডি/সিএইচএফ সেল করবো? ইউরো/সিএইচএফ পেয়ারটা দেখুন।
  • ইউএসডি/সিএইচএফ নাকি ইউএসডি/জেপিওয়াই সেল করবো? সিএইচএফ/জেপিওয়াই দেখুন।
  • ইউরো/ইউএসডি বাই করবো নাকি ইউএসডি/জেপিওয়াই সেল করবো? ইউরো/জেপিওয়াই দেখুন।
  • জিবিপি/ইউএসডি বাই নাকি ইউএসডি/সিএইচএফ সেল করবো? জিবিপি/সিএইচএফ পেয়ারটা দেখুন।

তাহলে বুঝতে পারছেন যে, ক্রস কারেন্সি আপনাকে তুলনামূলক একটা ধারনা দিতে পারে যে কোন কারেন্সি পেয়ার বেশী শক্তিশালী।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up