ক্যারি ট্রেড কি?
যদি এমন কোন সিস্টেম থাকত যেখানে প্রাইস যদি এক জায়গায় থেমে থাকত তারপরও আমরা সেটা থেকে লাভ পেতাম, তাহলে কেমন হত?
আপনি হয়ত মনে মনে বলছেন যে, বেটার তার ছিড়ে গেছে। উল্টাপাল্টা কথা বলছে।
আর কোন কিছু বলার আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই মেথডে সুদের ব্যাবহার করা হয়। তাই শুধু জানার জন্য এই সেকশন দেয়া হল। সুদ মুসলমানদের জন্য হারাম।
এই মেথডের নাম ক্যারি ট্রেড। এটা ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ডে একটা বিখ্যাত মেথড আর বড়বড় মানি ম্যানেজাররা এসব ব্যাবহার করে থাকে।
ক্যারি ট্রেডে একটা কম ইন্টেরেস্ট রেটযুক্ত ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট বিক্রি অথবা ধার করে, বেশি ইন্টেরেস্ট রেটযুক্ত একটা ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট কেনা হয়। এখানে আপনি কম সুদ দিয়ে বেশি সুদ খাচ্ছেন। ধরুনঃ
আপনি একটা ব্যাংক থেকে $১০,০০০ ধার নিলেন। এর জন্য ব্যাংককে আপনার বছরে ২% সুদ দিতে হবে।
সেই $১০,০০০ আপনি গিয়ে অন্য এক ব্যাংকে ডিপোজিট করলেন। এর জন্য ব্যাংক আপনাকে বছরে ৫% সুদ দিবে।
আপনার এতে কি লাভ হচ্ছে?
আপনি বছর শেষে ৩% লাভ পাচ্ছেন। ইন্টেরেস্ট রেটের পার্থক্যের কারনে।
এটা হয়ত তেমন আকর্ষণীয় লাগছে না, কারন ফরেক্স মার্কেটে বড় ধরনের সুইং ধরতে পারলে এর চেয়ে অনেক বেশি লাভ করা সম্ভব।
এখন চিন্তা করুন যদি, স্পট ফরেক্স মার্কেটে আপনি এটা ব্যাবহার করেন, তাহলে আপনি পাচ্ছেন হাই লেভারেজ, দৈনিক সুদ, যা প্রতিদিন বাড়তে থাকবে যতদিন না আপনি ট্রেড ক্লোজ করছেন।
শুধু ধারনার জন্য এটা চিন্তা করুন যে যদি ২০ গুন লেভারেজ পান, তাহলে আপনার ৩% সুদ বছরে আপনাকে ৬০% দিবে।
পরবর্তীতে আমরা ক্যারি ট্রেড এবং রিস্ক আভ্যারশন সম্পর্কে দেখবো। শেষে আবার বলতে চাই যে, সুদ মুসলমানদের জন্য হারাম।
যদি এমন কোন সিস্টেম থাকত যেখানে প্রাইস যদি এক জায়গায় থেমে থাকত তারপরও আমরা সেটা থেকে লাভ পেতাম, তাহলে কেমন হত?
আপনি হয়ত মনে মনে বলছেন যে, বেটার তার ছিড়ে গেছে। উল্টাপাল্টা কথা বলছে।
আর কোন কিছু বলার আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই মেথডে সুদের ব্যাবহার করা হয়। তাই শুধু জানার জন্য এই সেকশন দেয়া হল। সুদ মুসলমানদের জন্য হারাম।
এই মেথডের নাম ক্যারি ট্রেড। এটা ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ডে একটা বিখ্যাত মেথড আর বড়বড় মানি ম্যানেজাররা এসব ব্যাবহার করে থাকে।
ক্যারি ট্রেডে একটা কম ইন্টেরেস্ট রেটযুক্ত ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট বিক্রি অথবা ধার করে, বেশি ইন্টেরেস্ট রেটযুক্ত একটা ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট কেনা হয়। এখানে আপনি কম সুদ দিয়ে বেশি সুদ খাচ্ছেন। ধরুনঃ
আপনি একটা ব্যাংক থেকে $১০,০০০ ধার নিলেন। এর জন্য ব্যাংককে আপনার বছরে ২% সুদ দিতে হবে।
সেই $১০,০০০ আপনি গিয়ে অন্য এক ব্যাংকে ডিপোজিট করলেন। এর জন্য ব্যাংক আপনাকে বছরে ৫% সুদ দিবে।
আপনার এতে কি লাভ হচ্ছে?
আপনি বছর শেষে ৩% লাভ পাচ্ছেন। ইন্টেরেস্ট রেটের পার্থক্যের কারনে।
এটা হয়ত তেমন আকর্ষণীয় লাগছে না, কারন ফরেক্স মার্কেটে বড় ধরনের সুইং ধরতে পারলে এর চেয়ে অনেক বেশি লাভ করা সম্ভব।
এখন চিন্তা করুন যদি, স্পট ফরেক্স মার্কেটে আপনি এটা ব্যাবহার করেন, তাহলে আপনি পাচ্ছেন হাই লেভারেজ, দৈনিক সুদ, যা প্রতিদিন বাড়তে থাকবে যতদিন না আপনি ট্রেড ক্লোজ করছেন।
শুধু ধারনার জন্য এটা চিন্তা করুন যে যদি ২০ গুন লেভারেজ পান, তাহলে আপনার ৩% সুদ বছরে আপনাকে ৬০% দিবে।
পরবর্তীতে আমরা ক্যারি ট্রেড এবং রিস্ক আভ্যারশন সম্পর্কে দেখবো। শেষে আবার বলতে চাই যে, সুদ মুসলমানদের জন্য হারাম।