Facebook Twitter LinkedIn google plusone

03 ডলার ইনডেক্স অথবা ইউএসডিএক্স

ডলার ইনডেক্স অথবা ইউএসডিএক্স 

স্টক ট্রেড করে থাকলে আপনি ইনডেক্সের কথা শুনে থাকবেন। যেমনঃ Dow Jones Industrial Average (DIJA), NASDAQ Composite Index, S&P 500, DSEX Index ইত্যাদি।

স্টকের মত ইউএস ডলারেরও একটা ইনডেক্স আছে যেটাকে ইউএসডিএক্স বলে। ইউএস ডলার ইনডেক্স এক ঝুড়িতে অন্যান্য দেশের কারেন্সির ভ্যালুর সাথে ইউএসডি এর সাথে তুলনা করে।

এর মানে ইউএসডির ভ্যালু ওঠানামাকে অন্য ৬ টি মেজর কারেন্সির সাথে তুলনা করা হয়। কারেন্সিগুলো হলঃ

- জেপিওয়াই
- ইউরো
- জিবিপি
- ক্যাড
- সিএইচএফ
- সেক (সুইডিশ ক্রোনা)

তো উপরে কয়টা দেশের কারেন্সি দেখতে পারছেন? যদি আপনার উত্তর ৬ টা হয় তাহলে আপনি ভুল উত্তর দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের আওতায় কয়টা দেশ আছে? গুগল মামাকে জিজ্ঞেস করে দেখুন।

ইউএসডিএক্স গননার সুত্রঃ


ইউএসডিএক্সকে জিওমেট্রিক ওয়েইটেড আভারেজ দ্বারা গণনা করা হয়। নিচের চিত্রটি দেখুন।

উপরের সুত্রে দেখা যাচ্ছে যে ইউএস ইনডেক্সে ৫৭.৬০% ইউরোর দখলে। আর বাকি ৪২.৪% জুড়ে রয়েছে অন্যান্য দেশ।

ইউএস ডলার ইনডেক্স কিভাবে পড়তে হয়?

কারেন্সি পেয়ারের চার্টের মত ইউএসডিএক্স এরও নিজস্ব চার্ট আছে। ইউএসডিএক্স দিনে ২৪ ঘণ্টাই গননা হতে থাকে। এছাড়াও ইউএসডিএক্স এর বর্তমান ভ্যালু বেস ১০০ ভ্যালুর সাথে মাপা হয়ে থাকে।


যেমন ধরুন, ইউএসডিএক্স এর বর্তমান ভ্যালু আছে ৭৮.০৫। এর মানে ইনডেক্সের শুরুর সময় থেকে ডলার ২১.৯৫% (৭৮.০৫ – ১০০) ফল করেছে।

ইউএসডিএক্স এর শুরু হয় মার্চ ১৯৭৩ সালে। যখন বিশ্বের বড়বড় দেশ ওয়াশিংটন ডি.সি. তে তাদের কারেন্সি ফ্রি ফ্লোটিংয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। ইনডেক্সের এই শুরুর পেরিওডকে “বেস পেরিওড” বলা হয়ে থাকে।

আপনাদের জানার জন্য, আরেকটা ইনডেক্স আছে যেটা ফেডারেল রিজার্ভ ব্যাবহার করে থাকে। সেটার নাম হল “ট্রেড-ওয়েইটেড ইউএস ডলার ইনডেক্স”। ফেড এটা ১৯৮৮ সালে তৈরি করেছিল। কারন তারা অন্যান্য দেশের তুলনায় নিখুত ডলারের ভ্যালু যাচাই করতে চেয়েছিলেন।

সহায়ক লিঙ্কঃ

ইনডেক্সের ওয়েইট http://www.federalreserve.gov/releases/H10/Weights
হিস্টোরিক্যাল ডাটা http://www.federalreserve.gov/releases/h10/Summary/





ফরেক্সে ইউএসডিএক্স এর ব্যাবহার

ইউএসডিএক্স আপনাকে ইউএস ডলারের স্ট্রেংথ সম্পর্কে ধারনা দিতে পারে। যখন ইউএস ডলার সম্পর্কে মার্কেট আপনাকে অস্পষ্ট ধারনা দেয়, বেশি না হলে প্রায়ই, ইউএসডিএক্স তুলনামূলক ভালো ধারনা দিতে সক্ষম হয়।
আমরা জানি যে ইউরো ৫০% এর বেশি স্থান জুড়ে ইউএসডি দখল করে আছে। তাই ইউরো/ইউএসডি বিপরীতমুখী ভাবে এর সাথে জড়িত। নিচে দেখুনঃ


পরবর্তীতে ডেইলি ইউরো/ইউএসডি চার্ট দেখুনঃ



যখন ইউএসডিএক্স শক্তিশালী হতে দেখা যাচ্ছে তখন ইউরো/ইউএসডি ফল করছে। কারন ইউএসডি শক্তিশালী হচ্ছে যেটা ইউরোর ভ্যালু কমিয়ে ফেলছে।

যদি ইউএসডিএক্স কোন বড় ধরনের মুভ করে, তাহলে আপনি আশা করতে পারেন যে কারেন্সি ট্রেডাররাও মার্কেট মুভমেন্টে সেই অনুসারে মুভমেন্টে সাড়া দেবে। ইউএসডি পেয়ারে ব্রেকআউটে হলে, প্রায় নিশ্চিতভাবে ইউএসডিএক্স চার্টেও হয়ত ব্রেকআউট দেখা যাবে।

সোজা কথায়, কারেন্সি ট্রেডাররা ইউএসডিএক্সকে একটা ইনডিকেটর হিসেবে ব্যাবহার করে থাকে যা তাদের ইউএসডি এর ডায়রেকশন নির্ণয় করতে সহায়তা করে।

এই ২টা জিনিস মনে রাখবেনঃ

- যদি ইউএসডি বেস কারেন্সি হয় (USD/XXX), তাহলে ইউএসডিএক্স এবং কারেন্সি পেয়ার সাধারনত একই দিকে মুভ করবে।

- যদি ইউএসডি কোট কারেন্সি হয় (XXX/USD), তাহলে ইউএসডিএক্স এবং কারেন্সি পেয়ার সাধারনত বিপরীত দিকে মুভ করবে।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up