Facebook Twitter LinkedIn google plusone

05 টাইমফ্রেমের সমন্বয়

টাইমফ্রেমের সমন্বয়

পিপকমিউনিটি – ট্রেডারদের সমন্বয় ওয়েবসাইটে আমরা আপনাদের ৩ টা টাইমফ্রেম ব্যাবহার করার উপদেশ দিবো। আমাদের মতে এটা লং, মিডিয়াম, এবং সর্ট টার্মের ট্রেন্ড ধরতে সহায়তা করে।

যেখানে, সবচেয়ে বড় টাইমফ্রেমকে মেইন ট্রেন্ড ধরা হয় – এটা আমাদের কারেন্সি পেয়ারের বিগ পিকচার দেখতে সাহায্য করে।

তার চেয়ে ছোটটা যেটা আমরা সাধারনত চোখ রাখি, আমাদের মিড টার্ম বাই/সেল দেয়ার জন্য পক্ষপাতিত্ত করে।
তার চেয়ে ছোট টাইমফ্রেম আমাদের সর্ট-টার্মের ট্রেন্ড দেখতে সহায়তা করে, যা আমাদের ভালো এন্ট্রি/এক্সিট পয়েন্ট বের করতে সাহায্য করে।








আপনি আপনার পছন্দমত যেকোনো টাইমফ্রেম ব্যাবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন যে তাদের মধ্যে যথেষ্ট পরিমানে পার্থক্য থাকতে হবে। নিম্নোক্ত টাইমফ্রেমের সমন্বয়গুলো দেখতে পারেনঃ

- ১ মিনিট, ৫ মিনিট, এবং ৩০ মিনিট।
- ৫ মিনিট, ৩০ মিনিট, ৪ ঘণ্টা।
- ১৫ মিনিট, ১ ঘন্টা, এবং ৪ ঘন্টা।
- ১ ঘণ্টা, ৪ ঘণ্টা, এবং দৈনিক।
- ৪ ঘণ্টা, দৈনিক, এবং সাপ্তাহিক ইত্যাদি।

উপরের সমন্বয়গুলোতে দেখতে পারছেন যে ১ টা থেকে আরেকটা টাইমফ্রেমের সময়ের কিছু পার্থক্য রয়েছে। একটা টাইমফ্রেম আরেকটার প্রাইস মুভমেন্ট রিপিট করে না।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up