গোল্ড
কম-ডল এবুং গোল্ডের সম্পর্কের কথা বলার আগে বলতে চাই যে ইউএস ডলার আর গোল্ড একসাথে যায় না।
সাধারনত, যখন ডলার উপরে যায়, গোল্ড ফল করে ইত্যাদি।
এখানে গতানুগতিক যুক্তি হল যে অর্থনৈতিক দুঃসময়ে, ইনভেস্টররা গ্রীনব্যাকের চেয়ে গোল্ডকে বেশী পছন্দ করে।
অন্যান্য সম্পদের চেয়ে, গোল্ড নিজের খাঁটি মান বজায় রাখে।
ইদানিং, গ্রীনব্যাক এবং গোল্ডের বিপরীতমুখী সম্পর্ক দেখা গেলেও এর পিছনের ডায়নামিকসে কিছুটা পরিবর্তন এসেছে।
ডলার সেফ হ্যাভেন হবার কারনে, যখনই ইউএস অথবা পৃথিবীর অন্য কোথাও ইকোনোমিক সমস্যা দেখা দেয়, ইনভেস্টররা গ্রীনব্যাকের দিকে ঝোঁক দেয়।
এর উল্টাটা ঘটে যখন উন্নতির সংকেত দেখা যায়।
নিচের চার্টটা দেখুনঃ
বর্তমানে, অস্ট্রেলিয়া বিশ্বের ৩য় বৃহৎ স্বর্ণসন্ধানী। প্রতিবছর প্রায় $৫ বিলিয়ন গোল্ড উৎপাদন করে থাকে!
ইতিহাস বলে, এইউডি/ইউএসডি (AUD/USD) আর গোল্ডের প্রাইসে ৮০% কোরিলেশন আছে।
মানতে না পারলে আরেকটা চার্ট দেখুনঃ
সাত সমুদ্র পার করে, সুইজারল্যান্ডের কারেন্সি, সুইস ফ্রাঙ্কেরও গোল্ডের সাথে সম্পর্ক আছে। ডলার বেস কারেন্সি হিসেবে ব্যাবরিত হয়ে, যখন গোল্ড ফল করে তখন ইউএসডি/সিএইচএফ (USD/CHF) উপরে উঠে।
অন্যদিকে, গোল্ডের প্রাইস যখন উপরে যায় তখন ইউএসডি/সিএইচএফ (USD/CHF) ফল করে। অস্ট্রেলিয়ান ডলারের মত না হলেও, সুইজারল্যান্ডের ২৫% অর্থ গোল্ড রিজার্ভকৃত হওয়ায় সুইস ফ্রাঙ্ক গোল্ডের সাথে মুভ করে থাকে।
চমৎকার একটা জিনিস তাই না?
গোল্ডের মত আরও কিছু জিনিস নিয়ে সামনে আলোচনা করবো। পড়তে থাকেন!
কম-ডল এবুং গোল্ডের সম্পর্কের কথা বলার আগে বলতে চাই যে ইউএস ডলার আর গোল্ড একসাথে যায় না।
সাধারনত, যখন ডলার উপরে যায়, গোল্ড ফল করে ইত্যাদি।
এখানে গতানুগতিক যুক্তি হল যে অর্থনৈতিক দুঃসময়ে, ইনভেস্টররা গ্রীনব্যাকের চেয়ে গোল্ডকে বেশী পছন্দ করে।
অন্যান্য সম্পদের চেয়ে, গোল্ড নিজের খাঁটি মান বজায় রাখে।
ইদানিং, গ্রীনব্যাক এবং গোল্ডের বিপরীতমুখী সম্পর্ক দেখা গেলেও এর পিছনের ডায়নামিকসে কিছুটা পরিবর্তন এসেছে।
ডলার সেফ হ্যাভেন হবার কারনে, যখনই ইউএস অথবা পৃথিবীর অন্য কোথাও ইকোনোমিক সমস্যা দেখা দেয়, ইনভেস্টররা গ্রীনব্যাকের দিকে ঝোঁক দেয়।
এর উল্টাটা ঘটে যখন উন্নতির সংকেত দেখা যায়।
নিচের চার্টটা দেখুনঃ
বর্তমানে, অস্ট্রেলিয়া বিশ্বের ৩য় বৃহৎ স্বর্ণসন্ধানী। প্রতিবছর প্রায় $৫ বিলিয়ন গোল্ড উৎপাদন করে থাকে!
ইতিহাস বলে, এইউডি/ইউএসডি (AUD/USD) আর গোল্ডের প্রাইসে ৮০% কোরিলেশন আছে।
মানতে না পারলে আরেকটা চার্ট দেখুনঃ
সাত সমুদ্র পার করে, সুইজারল্যান্ডের কারেন্সি, সুইস ফ্রাঙ্কেরও গোল্ডের সাথে সম্পর্ক আছে। ডলার বেস কারেন্সি হিসেবে ব্যাবরিত হয়ে, যখন গোল্ড ফল করে তখন ইউএসডি/সিএইচএফ (USD/CHF) উপরে উঠে।
অন্যদিকে, গোল্ডের প্রাইস যখন উপরে যায় তখন ইউএসডি/সিএইচএফ (USD/CHF) ফল করে। অস্ট্রেলিয়ান ডলারের মত না হলেও, সুইজারল্যান্ডের ২৫% অর্থ গোল্ড রিজার্ভকৃত হওয়ায় সুইস ফ্রাঙ্ক গোল্ডের সাথে মুভ করে থাকে।
চমৎকার একটা জিনিস তাই না?
গোল্ডের মত আরও কিছু জিনিস নিয়ে সামনে আলোচনা করবো। পড়তে থাকেন!