ক্রুড অয়েল অথবা অপরিশোধিত তেল
অনেকে হয়ত জানেন যে ক্রুড অয়েলকে “ব্ল্যাক গোল্ড” বলা হয়ে থাকে। বিশ্ব অর্থনীতিতে তেল একটি প্রয়োজনীয় পণ্য কারন এটা এনার্জির জন্য অন্যতম একটা উৎস।
বড় তেল উৎপাদকদের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ। কানাডা প্রতিদিন প্রায় ২ মিলিয়ন ব্যারেল তেল ইউনাইটেড স্টেটে রপ্তানি করে থাকে। আর কানাডা ইউএস এর সবচেয়ে বড় তেল সরবরাহকারী।
এত বেশী পরিমানে তেলের লেনদেনের কারনে কানাডিয়ান ডলারের প্রচুর ডিমান্ড দেখা দিয়ে থাকে।
আরেকটা লক্ষণীয় বিষয় হল যে, কানাডার অর্থনীতি রপ্তানিনির্ভর। রপ্তানির প্রায় ৮৫% ইউনাইটেড স্টেটে যায়। একারনে, ইউএস ভোক্তাদের তেলের প্রাইস পরিবর্তনে কোন ধরনের প্রতিক্রিয়া, ইউএসডি/ক্যাড এর উপরে পরে।
যদি ইউএস এর ডিমান্ড বাড়লে, ম্যানুফ্যাকচারারদের তেলের চাহিদা বাড়বে। এটা আবার তেলের প্রাইস বাড়িয়ে দেবে, যার ফলে ইউএসডি/ক্যাড এর প্রাইস ফল করবে।
আবার যদি ইউএস এর ডিমান্ড ফল করে, ম্যানুফ্যাকচারারদের তেলের চাহিদা থাকবে না। ফলে ক্যাডের ডিমান্ডও ফল করবে।
তাই পরবর্তীতে যখন আপনি আপনার দামী অথবা কমদামী গাড়িতে তেল ভরবেন আর যদি দেখেন যে তেলের দাম বাড়ছে, আপনি এই তথ্য নিজের সুবিধার জন্য ব্যাবহার করতে পারেন। এটা আপনাকে ইঙ্গিত দেয় যে ইউএসডি/ক্যাড ফল করবে।
অনেকে হয়ত জানেন যে ক্রুড অয়েলকে “ব্ল্যাক গোল্ড” বলা হয়ে থাকে। বিশ্ব অর্থনীতিতে তেল একটি প্রয়োজনীয় পণ্য কারন এটা এনার্জির জন্য অন্যতম একটা উৎস।
বড় তেল উৎপাদকদের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ। কানাডা প্রতিদিন প্রায় ২ মিলিয়ন ব্যারেল তেল ইউনাইটেড স্টেটে রপ্তানি করে থাকে। আর কানাডা ইউএস এর সবচেয়ে বড় তেল সরবরাহকারী।
এত বেশী পরিমানে তেলের লেনদেনের কারনে কানাডিয়ান ডলারের প্রচুর ডিমান্ড দেখা দিয়ে থাকে।
আরেকটা লক্ষণীয় বিষয় হল যে, কানাডার অর্থনীতি রপ্তানিনির্ভর। রপ্তানির প্রায় ৮৫% ইউনাইটেড স্টেটে যায়। একারনে, ইউএস ভোক্তাদের তেলের প্রাইস পরিবর্তনে কোন ধরনের প্রতিক্রিয়া, ইউএসডি/ক্যাড এর উপরে পরে।
যদি ইউএস এর ডিমান্ড বাড়লে, ম্যানুফ্যাকচারারদের তেলের চাহিদা বাড়বে। এটা আবার তেলের প্রাইস বাড়িয়ে দেবে, যার ফলে ইউএসডি/ক্যাড এর প্রাইস ফল করবে।
আবার যদি ইউএস এর ডিমান্ড ফল করে, ম্যানুফ্যাকচারারদের তেলের চাহিদা থাকবে না। ফলে ক্যাডের ডিমান্ডও ফল করবে।
তাই পরবর্তীতে যখন আপনি আপনার দামী অথবা কমদামী গাড়িতে তেল ভরবেন আর যদি দেখেন যে তেলের দাম বাড়ছে, আপনি এই তথ্য নিজের সুবিধার জন্য ব্যাবহার করতে পারেন। এটা আপনাকে ইঙ্গিত দেয় যে ইউএসডি/ক্যাড ফল করবে।