বললে অনেক কিছু বলা লাগবে তাই কম কথায়, কারেন্সির প্রাইস অ্যাকশন পরিচালিত হয় তাদের কমডিটি, বন্ডস, এবং স্টক মার্কেটের সম্পর্কের মধ্যে দিয়ে।
নিচে আপনাদের সুবিধার জন্য একটা চিট শিট দেয়া হলঃ
যদি | তাহলে | কেন |
---|---|---|
গোল্ড |
ইউএসডি |
অর্থনৈতিক দুরবস্থার সময়, ইনভেস্টররা ডলার ছেড়ে গোল্ডকে বেছে নেয়। অন্যান্য সম্পদ থেকে ভিন্ন, গোল্ড তার অন্তর্নিহিত মূল্য বজায় রাখে। |
গোল্ড |
এইউডি/ইউএসডি |
অস্ট্রেলিয়া বিশ্বে ৩য় বৃহৎ গোল্ড উৎপাদক। প্রতি বছর $৫ বিলিয়ন উৎপাদন করে। |
গোল্ড |
এনজেডডি/ইউএসডি |
নিউজিল্যান্ড (২৫ তম) বড় গোল্ড উৎপাদকদের মধ্যে একজন। |
গোল্ড |
ইউএসডি/সিএইচএফ |
সুইজারল্যান্ডের ২৫% গোল্ড রিজার্ভ দ্বারা সংরক্ষিত। গোল্ডের প্রাইস বাড়লে, ইউএসডি/সিএইচএফ ফল করে। (সিএইচএফ কেনা হয়) |
গোল্ড |
ইউএসডি/ক্যাড |
কানাডা বিশ্বের ৫ম বৃহৎ গোল্ড উৎপাদক। গোল্ডের প্রাইস বাড়লে, ইউএসডি/ক্যাড ফল করতে দেখা যায়। (ক্যাড কেনা হয়) |
তেল |
ইউএসডি/ক্যাড |
কানাডা বিশ্বের সেরা তেল উৎপাদকদের মধ্যে একজন। তারা দৈনিক প্রায় ২ মিলিয়ন ব্যারেল তেল ইউএসএতে রপ্তানি করে। তেলের প্রাইস বাড়লে, ইউএসডি/ক্যাড ফল করে। |
গোল্ড |
ইউরো/ইউএসডি |
যেহেতু গোল্ড এবং ইউরো দুটোকেই “অ্যান্টি-ডলার” হিসেবে ধরা হয়, তাই যদি গোল্ডের প্রাইস বাড়ে, ইউরো/ইউএসডির বাড়ার সম্ভাবনা থাকে। |
বন্ড ইয়েল্ড |
লোকাল কারেন্সি |
এক দেশ অন্য দেশের চেয়ে যদি বন্ড রিটার্ন বেশী অফার করে সেটা ইনভেস্টরদের বেশী আকর্ষিত করে। এটা বেশী রিটার্ন করা দেশের কারেন্সির ভ্যালু বাড়ায় যেহেতু ইনভেস্টরদের সেই দেশের লোকাল কারেন্সির প্রয়োজন হয়। |
Dow |
Nikkei |
ইউএস এবং জাপানের ইকোনোমির পারফর্মেন্স ঘনিস্টভাবে সংযুক্ত। |
Nikkei |
ইউএসডি/জেপিওয়াই |
ইনভেস্টররা ইয়েনকে সেফ হ্যাভেন হিসেবে গণ্য করে এবং অর্থনৈতিক দুরবস্থার সময় ইয়েন মজুদ রাখে। |