Facebook Twitter LinkedIn google plusone

01 ফরেক্স ট্রেডারদের জন্য মেজর অর্থনীতিগুলোর গাইড

ফরেক্স ট্রেডারদের জন্য মেজর ইকোনোমিগুলোর গাইড

অনেক জ্ঞানের কথা বলেছি। এতদিকে অনেকে হয়ত বিলিয়নেয়ার হয়ে গেছেন। এখন সময় বিশ্বভ্রমন করার। জ্যাকি চ্যান ৮০ দিনে বিশ্বভ্রমন করেছিলো। আর আপনি যদি তাল মিলিয়ে চলতে পারেন তাহলে আমরা ৮০ মিনিটে সেটা করবো। চলেন যাত্রা শুরু করি।

আমরা যেসব দেশে সফর করবো, প্রথমে আমরা কিছু ফ্যাক্টস এন্ড ফিগারস দেখবো, তারপর সেদেশর অর্থনীতির একটা ওভারভিউ দেখবো।

তারপরে, আমরা রহস্য জানতে সেদেশের সেন্ট্রাল ব্যাংকে ভিজিট করবো। সেখানে গিয়ে আমরা মনেটারি পলিসি ট্যুলস যেগুলো সেন্ট্রাল ব্যাংক দেশের অর্থনীতি কন্ট্রোল করার জন্য ব্যাবহার করে সেগুলো সম্পর্কে জানবো।

যদি ভাগ্য ভালো থাকে, তাহলে আমরা সেই রুমে যাবো যেখানে তারা প্রিন্টিং প্লেট রাখে। আর সেটা নিয়ে চলে আসার পরে খালি নোট ছাপাবো। থামেন! ফাজলামি করছি। সৎ পথে উপার্জনের চিন্তা করবেন সবসময়।

তারপর, আমরা লোকাল কারেন্সির কিছু প্রয়োজনীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো যেটা অন্য কারেন্সির তুলনায় একে প্রয়োজনীয় করে। যেগুলো আবার ওইদেশের দরকারি ইকোনোমিক ইনডিকেটর

এই যাত্রাকে আকর্ষণীয় রাখতে, আমরা মাঝেমাঝে ট্রিভিয়া খেলবো আর কিছু ট্রেডিং কলাকৌশল নিয়ে আলোচনা করবো যেটা পরবর্তীতে আপনার কাজে দিবে। যখন আপনি একাএকা পিপ এডভেঞ্চারে যাবেন।

এই যাত্রার জন্য আপনার না লাগবে পাসপোর্ট, না লাগবে ভিসা, না লাগবে থাকা খাওয়ায় খরচ। এ যাত্রা হচ্ছে একদম ফ্রি! ফ্রি! ফ্রি!

কাপড়-চোপড় প্যাক করে হাফ প্যান্ট আর টি-সার্ট পরে রওনা দিন আর সাথে আপনার জানার ইচ্ছা আনা আবশ্যক।
চলুন বিশ্বভ্রমন শুরু করি!

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up