ট্রেডিং প্ল্যান কি?
এখন যেহেতু অনেক কিছু সম্পর্কে জানা হয়েছে, একটা কথা বলা প্রয়োজন হয়ে পড়েছে।
নিজের উপরে বিশ্বাস রাখবেন।
অন্ধভাবে অন্য কারো কাছ থেকে পাওয়া পরামর্ষ অনুসরন করবেন না। যদি কারো ট্রেডিং মেথড ভালো কাজ করতে দেখা যায়, তার মানে এটা না যে সেটা আপনার জন্য ঠিক একইরকম কাজ করবে। মানুষের মার্কেট সম্পর্কে ধারনা, চিন্তার প্রক্রিয়া, ঝুকি সহনশীলতার মাত্রা, এবং মার্কেটে অভিজ্ঞতা ভিন্ন হয়ে থাকে।
নিজস্ব ট্রেডিং প্ল্যান বানিয়ে নিন এবং মার্কেট থেকে যা জানবেন তার সাথে সাথে সেটা আপডেট করে নিন।
কঠোর শৃঙ্খলা মেনে চললে, আপনার ট্রেডিং এরকম হতে পারে।
ট্রেডিং প্ল্যান ডেভেলপ এবং সেটা মেনে চলা হল ট্রেডিং ডিসিপ্লিনের ২টা প্রধান উপকরন।
কিন্তু শুধু ট্রেডিং ডিসিপ্লিন যথেষ্ট নয়।
এমনকি কঠোর ট্রেডিং ডিসিপ্লিনও যথেষ্ট নয়।
যা প্রয়োজন তা হল পাথরের মত শক্ত ডিসিপ্লিন।
আবার বলছিঃ পাথরের মত ডিসিপ্লিন।
প্লাস্টিকের মত শক্ত হলে হবে না।
পাথরের মত শক্ত ডিসিপ্লিন একজন সফল ট্রেডারের সেরা বৈশিষ্ট্যের মধ্যে একটি।
ট্রেডিং প্ল্যান হল কখন, কেন, কিভাবে, কি করা দরকার।
এটা ট্রেডিং পারসোনালিটি, ব্যাক্তিগত প্রত্যাশা, রিস্ক ম্যানেজমেন্ট রুলস, এবং ট্রেডিং মেথড কভার করে।
ভালোভাবে অনুসরন করা হলে, ট্রেডিং প্ল্যান ভুলের মাত্রা এবং লসের পরিমান কমিয়ে আনবে। যাই হোক “যদি প্ল্যানিং করতে ব্যার্থ, তাহলে আপনি ইতিমধ্যে ব্যার্থ হবার প্ল্যান করে ফেলেছেন।”
ট্রেডিং প্ল্যান আবেগে পড়ে খারাপ ডিসিশন নেবার সংশয় উদ্বেগ সরিয়ে দেয়। যখন অর্থের কথা আসে তখন আপনার ইমোশন আপনাকে দিয়ে ভুল কাজ করাতে পারে। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না।
এর থেকে বাঁচার উপায় হল চিন্তাভাবনা কমিয়ে (লক্ষ্য করুন বার দেয়ার কথা বলা হচ্ছে না) ফেলে মার্কেটের প্রতিটা মুভমেন্টের জন্য একটা প্ল্যান তৈরি করা।
সঠিক ট্রেডিং প্ল্যান থাকলে, সব মুভমেন্টের জন্য আপনার মাথায় কিছু থাকবে, তাই মার্কেটে যাই হোক না কেন আপনি তার জন্য প্রস্তুত থাকবেন।
সামনে যাবার আগে, আপনার ট্রেডিং প্ল্যান এবং ট্রেডিং সিস্টেম এর পার্থক্য সম্পর্কে জানা দরকার।
ট্রেডিং সিস্টেম আপনাকে বলে যে কিভাবে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে হবে। ট্রেডিং সিস্টেম আপানার ট্রেডিং প্ল্যানের অংশ হতে পারে কিন্তু এটা অনেকগুলো দরকারি জিনিসের মধ্যে একটা। যেমন অ্যানালিসিস, এক্সিকিউশন, রিস্ক ম্যানেজমেন্ট, ইত্যাদি। মার্কেট কন্ডিশন যেহেতু সবসময় পরিবর্তন হতে থাকে, একজন ভালো ট্রেডার তার ট্রেডিং প্ল্যানে সাধারনত দুই বা ততোধিক ট্রেডিং সিস্টেম রাখতে পারে।
ট্রেডিং সিস্টেম সম্পর্কে পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কনফিউশন এড়াতে এই সম্পর্কে হালকা ধারনা দেয়া হল।
এখন যেহেতু অনেক কিছু সম্পর্কে জানা হয়েছে, একটা কথা বলা প্রয়োজন হয়ে পড়েছে।
নিজের উপরে বিশ্বাস রাখবেন।
অন্ধভাবে অন্য কারো কাছ থেকে পাওয়া পরামর্ষ অনুসরন করবেন না। যদি কারো ট্রেডিং মেথড ভালো কাজ করতে দেখা যায়, তার মানে এটা না যে সেটা আপনার জন্য ঠিক একইরকম কাজ করবে। মানুষের মার্কেট সম্পর্কে ধারনা, চিন্তার প্রক্রিয়া, ঝুকি সহনশীলতার মাত্রা, এবং মার্কেটে অভিজ্ঞতা ভিন্ন হয়ে থাকে।
নিজস্ব ট্রেডিং প্ল্যান বানিয়ে নিন এবং মার্কেট থেকে যা জানবেন তার সাথে সাথে সেটা আপডেট করে নিন।
কঠোর শৃঙ্খলা মেনে চললে, আপনার ট্রেডিং এরকম হতে পারে।
ট্রেডিং প্ল্যান ডেভেলপ এবং সেটা মেনে চলা হল ট্রেডিং ডিসিপ্লিনের ২টা প্রধান উপকরন।
কিন্তু শুধু ট্রেডিং ডিসিপ্লিন যথেষ্ট নয়।
এমনকি কঠোর ট্রেডিং ডিসিপ্লিনও যথেষ্ট নয়।
যা প্রয়োজন তা হল পাথরের মত শক্ত ডিসিপ্লিন।
আবার বলছিঃ পাথরের মত ডিসিপ্লিন।
প্লাস্টিকের মত শক্ত হলে হবে না।
পাথরের মত শক্ত ডিসিপ্লিন একজন সফল ট্রেডারের সেরা বৈশিষ্ট্যের মধ্যে একটি।
ট্রেডিং প্ল্যান হল কখন, কেন, কিভাবে, কি করা দরকার।
এটা ট্রেডিং পারসোনালিটি, ব্যাক্তিগত প্রত্যাশা, রিস্ক ম্যানেজমেন্ট রুলস, এবং ট্রেডিং মেথড কভার করে।
ভালোভাবে অনুসরন করা হলে, ট্রেডিং প্ল্যান ভুলের মাত্রা এবং লসের পরিমান কমিয়ে আনবে। যাই হোক “যদি প্ল্যানিং করতে ব্যার্থ, তাহলে আপনি ইতিমধ্যে ব্যার্থ হবার প্ল্যান করে ফেলেছেন।”
ট্রেডিং প্ল্যান আবেগে পড়ে খারাপ ডিসিশন নেবার সংশয় উদ্বেগ সরিয়ে দেয়। যখন অর্থের কথা আসে তখন আপনার ইমোশন আপনাকে দিয়ে ভুল কাজ করাতে পারে। এটা নিশ্চয়ই আপনি চাইবেন না।
এর থেকে বাঁচার উপায় হল চিন্তাভাবনা কমিয়ে (লক্ষ্য করুন বার দেয়ার কথা বলা হচ্ছে না) ফেলে মার্কেটের প্রতিটা মুভমেন্টের জন্য একটা প্ল্যান তৈরি করা।
সঠিক ট্রেডিং প্ল্যান থাকলে, সব মুভমেন্টের জন্য আপনার মাথায় কিছু থাকবে, তাই মার্কেটে যাই হোক না কেন আপনি তার জন্য প্রস্তুত থাকবেন।
সামনে যাবার আগে, আপনার ট্রেডিং প্ল্যান এবং ট্রেডিং সিস্টেম এর পার্থক্য সম্পর্কে জানা দরকার।
ট্রেডিং সিস্টেম আপনাকে বলে যে কিভাবে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে হবে। ট্রেডিং সিস্টেম আপানার ট্রেডিং প্ল্যানের অংশ হতে পারে কিন্তু এটা অনেকগুলো দরকারি জিনিসের মধ্যে একটা। যেমন অ্যানালিসিস, এক্সিকিউশন, রিস্ক ম্যানেজমেন্ট, ইত্যাদি। মার্কেট কন্ডিশন যেহেতু সবসময় পরিবর্তন হতে থাকে, একজন ভালো ট্রেডার তার ট্রেডিং প্ল্যানে সাধারনত দুই বা ততোধিক ট্রেডিং সিস্টেম রাখতে পারে।
ট্রেডিং সিস্টেম সম্পর্কে পরে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কনফিউশন এড়াতে এই সম্পর্কে হালকা ধারনা দেয়া হল।