প্রতিটা ট্রেডারই অনন্য
পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন (এলিয়েন সহ) মানুষের বসবাস আর তারা একে অপরের থেকে আলাদা।
ট্রেডিংও এরকমই। আমাদের অনন্য পারসোনালিটি অনুযায়ী অন্যদের থেকে ভিন্নভাবে ট্রেড করা হয়। কেউ আগ্রেসিভ হতে পারে, “type A” পারসোনালিটির ট্রেডার। আবার অন্যজন রিলাক্সে ট্রেড করে, “type B” পারসনালিটির ট্রেডার। কেউ আবার কম লাভে সন্তুষ্ট থাকে, আবার কেউ বেশী কামানোর জন্য অল্প হারাতে দ্বিধাবোধ করে না।
যা বলতে চাচ্ছি তা হল ২টা ট্রেডার একরকম না। যদিও একদল ট্রেডার একই মেথডে ট্রেড করে থাকে, তাদের প্রত্যেকের ট্রেডের ফলাফল একে অপরের চেয়ে ভিন্ন আসবে।
এটা খারাপ তাই না? একদমই না!
আমাদের অনন্যতাই দুনিয়া চালায়, নিজের লাইফস্টাইল এবং পারসোনালিটি সম্পর্কে জানা প্রয়োজন যাতে আপনি নিজের ট্রেডিং স্ট্রেনথ এবং উইকনেস চিনহিত করতে পারেন। নিজের সাথে জোড় করে যদি ট্রেড করেন যা আপনার পারসোনালিটিকে শোভা দেয় না, সেটা আপনার জন্য নিরাশা এবং ধারাবাহিক লাভের পথে বাধা হয়ে দাড়াবে।
পৃথিবীতে প্রায় ৮ বিলিয়ন (এলিয়েন সহ) মানুষের বসবাস আর তারা একে অপরের থেকে আলাদা।
ট্রেডিংও এরকমই। আমাদের অনন্য পারসোনালিটি অনুযায়ী অন্যদের থেকে ভিন্নভাবে ট্রেড করা হয়। কেউ আগ্রেসিভ হতে পারে, “type A” পারসোনালিটির ট্রেডার। আবার অন্যজন রিলাক্সে ট্রেড করে, “type B” পারসনালিটির ট্রেডার। কেউ আবার কম লাভে সন্তুষ্ট থাকে, আবার কেউ বেশী কামানোর জন্য অল্প হারাতে দ্বিধাবোধ করে না।
যা বলতে চাচ্ছি তা হল ২টা ট্রেডার একরকম না। যদিও একদল ট্রেডার একই মেথডে ট্রেড করে থাকে, তাদের প্রত্যেকের ট্রেডের ফলাফল একে অপরের চেয়ে ভিন্ন আসবে।
এটা খারাপ তাই না? একদমই না!
আমাদের অনন্যতাই দুনিয়া চালায়, নিজের লাইফস্টাইল এবং পারসোনালিটি সম্পর্কে জানা প্রয়োজন যাতে আপনি নিজের ট্রেডিং স্ট্রেনথ এবং উইকনেস চিনহিত করতে পারেন। নিজের সাথে জোড় করে যদি ট্রেড করেন যা আপনার পারসোনালিটিকে শোভা দেয় না, সেটা আপনার জন্য নিরাশা এবং ধারাবাহিক লাভের পথে বাধা হয়ে দাড়াবে।