স্ক্যাল্পিং
স্ক্যাল্পিং হল ওইসব থ্রিলার মুভির মত যেগুলো আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখে। এটা দ্রুত-বিন্যাস্ত, উত্তেজক, এবং মাথা ঘুরানোর মত। ট্রেডার এগুলো সব একসাথে অনুভব করে। এধরনের ট্রেড সাধারনত কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের জন্য করা হয়। স্ক্যাল্পারদের প্রধান উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে মার্কেট থেকে অল্প পরিমানে পিপ বারবার নেয়া।
যেহেতু স্ক্যাল্পারদের চার্টের সাথে লেগে থাকতে হয়, এটা তাদের জন্য আবশ্যক যারা ঘণ্টার পর ঘণ্টা অখন্ড মনোযোগ নিয়ে চার্টের সামনে বসে থাকতে পারে।
এর জন্য প্রচন্ড মনোযোগ এবং দ্রুত চিন্তাপ্রক্রিয়ার প্রয়োজন।
এটা তাদের জন্য না যারা সবসময় বড় ধরনের লাভের আশা করে। এটা তাদের জন্য যারা কম লাভে লং-টার্মে ওভারঅল প্রফিটের আশা করে।
আপনি স্ক্যাল্পার হতে পারেন যদিঃ
- আপনি দ্রুত ট্রেডিং এবং উত্তেজনা খোজেন।
- চার্টে মনোযোগ সহকারে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতে পারেন।
- আপনার দীর্ঘসময় ট্রেড ধরে রাখার ধৈর্য নেই।
- আপনি দ্রুত বায়াস অথবা দিক পরিবর্তনে সিদ্ধান্ত নিতে পারেন।
- আপনার হাত খুব বেশী চলে। (এজ অব এম্পায়ারস খেলার স্কিল কাজে লাগান)
আপনি স্ক্যাল্পার নাও হতে পারেন যদিঃ
- মার্কেট যদি দ্রুত মুভ করে তাহলে সহজে চাপ অনুভব করেন।
- মনোযোগ সহকারে কয়েকঘন্টা চার্টের দিকে তাকিয়ে থাকতে পারেন না।
- আপনি কয়েকটা ট্রেড দিয়ে বেশী লাভে শান্তি পান।
- পর্যাপ্ত পরিমানে সময় নিয়ে ওভারঅল মার্কেট অ্যানালাইজ করতে পছন্দ করেন।
যদি স্ক্যাল্পিং করেন তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখবেনঃ
সবচেয়ে বেশী লিকুইড পেয়ার ট্রেড করুন
পেয়ার যেমন EUR/USD, GBP/USD, USD/CHF, এবং USD/JPY সবচেয়ে কম স্প্রেড অফার করে কারন এগুলোর সবচেয়ে বেশী ট্রেডিং ভলিউম থাকে। যেহেতু আপনি মার্কেটে বেশী এন্ট্রি করবেন তাই আপনার কম স্প্রেডের প্রয়োজন।
সবচেয়ে ব্যাস্ততম সময়ে ট্রেড করবেন
সবচেয়ে বেশী লিকুইডিটির সময় হল যখন সেশন ওভারল্যাপ হয়। এর জন্য সেশন ওভারল্যাপের তালিকা দেখুন।
স্প্রেড খরচ নিশ্চিত করুন
যেহেতু আপনি প্রায়ই মার্কেটে এন্ট্রি করবেন, স্প্রেড আপনার ওভারঅল প্রফিটে বড় ধরনের ভুমিকা রাখবে। এটুকু খেয়াল রাখবেন যে আপনি যা টার্গেট করছেন সেটা যেন আপনার স্প্রেডের দ্বিগুণ হয়। তাহলে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যাবে সেদিক দিয়ে যাতে কভার হয়।
প্রথমে একটা পেয়ারে মনোযোগ দিন
স্ক্যাল্পিং খুব উত্তেজনাপূর্ণ আর যদি আপনি একটা পেয়ারে মনোযোগ দেন, তাহলে আপনার সফল হবার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার দক্ষতা বাড়বে, আর কম সময়ে সবকিছু করতে পারবেন, তখন আরেকটা পেয়ার যোগ করে দেখতে পারেন যে সেটা আপনার জন্য করছে কিনা।
ভালো মানি ম্যানেজমেন্ট করছেন কিনা সেটা নিশ্চিত করুন
এটা যেকোনো ধরনের ট্রেডিঙের জন্য প্রযোজ্য। যেহেতু আপনি একদিনে অনেকগুলো ট্রেড করছেন, তাই এটা জরুরী যে আপনি ভালো মানি ম্যানেজমেন্ট প্ল্যান ব্যাবহার করছেন। মানি হ্যায় তো হানি হ্যায়।
মেজর নিউজ রিপোর্ট অনেক ক্ষতি করতে পারে
স্লিপেজ এবং হাই ভলাটিলিটির কারনে, highly anticipated নিউজ রিপোর্ট আপনার জন্য ভয়াবহ হতে পারে। প্রাইস যখন আচমকা আপনার বিরুদ্ধে চলে যায় তখন সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তাই সামনে কি হবে সবসময় তার জন্য প্রস্তুত থাকবেন।
স্ক্যাল্পিং হল ওইসব থ্রিলার মুভির মত যেগুলো আপনাকে স্ক্রিনের সামনে বসিয়ে রাখে। এটা দ্রুত-বিন্যাস্ত, উত্তেজক, এবং মাথা ঘুরানোর মত। ট্রেডার এগুলো সব একসাথে অনুভব করে। এধরনের ট্রেড সাধারনত কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের জন্য করা হয়। স্ক্যাল্পারদের প্রধান উদ্দেশ্য হল ব্যাস্ততম সময়ে মার্কেট থেকে অল্প পরিমানে পিপ বারবার নেয়া।
যেহেতু স্ক্যাল্পারদের চার্টের সাথে লেগে থাকতে হয়, এটা তাদের জন্য আবশ্যক যারা ঘণ্টার পর ঘণ্টা অখন্ড মনোযোগ নিয়ে চার্টের সামনে বসে থাকতে পারে।
এর জন্য প্রচন্ড মনোযোগ এবং দ্রুত চিন্তাপ্রক্রিয়ার প্রয়োজন।
এটা তাদের জন্য না যারা সবসময় বড় ধরনের লাভের আশা করে। এটা তাদের জন্য যারা কম লাভে লং-টার্মে ওভারঅল প্রফিটের আশা করে।
আপনি স্ক্যাল্পার হতে পারেন যদিঃ
- আপনি দ্রুত ট্রেডিং এবং উত্তেজনা খোজেন।
- চার্টে মনোযোগ সহকারে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতে পারেন।
- আপনার দীর্ঘসময় ট্রেড ধরে রাখার ধৈর্য নেই।
- আপনি দ্রুত বায়াস অথবা দিক পরিবর্তনে সিদ্ধান্ত নিতে পারেন।
- আপনার হাত খুব বেশী চলে। (এজ অব এম্পায়ারস খেলার স্কিল কাজে লাগান)
আপনি স্ক্যাল্পার নাও হতে পারেন যদিঃ
- মার্কেট যদি দ্রুত মুভ করে তাহলে সহজে চাপ অনুভব করেন।
- মনোযোগ সহকারে কয়েকঘন্টা চার্টের দিকে তাকিয়ে থাকতে পারেন না।
- আপনি কয়েকটা ট্রেড দিয়ে বেশী লাভে শান্তি পান।
- পর্যাপ্ত পরিমানে সময় নিয়ে ওভারঅল মার্কেট অ্যানালাইজ করতে পছন্দ করেন।
যদি স্ক্যাল্পিং করেন তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখবেনঃ
সবচেয়ে বেশী লিকুইড পেয়ার ট্রেড করুন
পেয়ার যেমন EUR/USD, GBP/USD, USD/CHF, এবং USD/JPY সবচেয়ে কম স্প্রেড অফার করে কারন এগুলোর সবচেয়ে বেশী ট্রেডিং ভলিউম থাকে। যেহেতু আপনি মার্কেটে বেশী এন্ট্রি করবেন তাই আপনার কম স্প্রেডের প্রয়োজন।
সবচেয়ে ব্যাস্ততম সময়ে ট্রেড করবেন
সবচেয়ে বেশী লিকুইডিটির সময় হল যখন সেশন ওভারল্যাপ হয়। এর জন্য সেশন ওভারল্যাপের তালিকা দেখুন।
স্প্রেড খরচ নিশ্চিত করুন
যেহেতু আপনি প্রায়ই মার্কেটে এন্ট্রি করবেন, স্প্রেড আপনার ওভারঅল প্রফিটে বড় ধরনের ভুমিকা রাখবে। এটুকু খেয়াল রাখবেন যে আপনি যা টার্গেট করছেন সেটা যেন আপনার স্প্রেডের দ্বিগুণ হয়। তাহলে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যাবে সেদিক দিয়ে যাতে কভার হয়।
প্রথমে একটা পেয়ারে মনোযোগ দিন
স্ক্যাল্পিং খুব উত্তেজনাপূর্ণ আর যদি আপনি একটা পেয়ারে মনোযোগ দেন, তাহলে আপনার সফল হবার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার দক্ষতা বাড়বে, আর কম সময়ে সবকিছু করতে পারবেন, তখন আরেকটা পেয়ার যোগ করে দেখতে পারেন যে সেটা আপনার জন্য করছে কিনা।
ভালো মানি ম্যানেজমেন্ট করছেন কিনা সেটা নিশ্চিত করুন
এটা যেকোনো ধরনের ট্রেডিঙের জন্য প্রযোজ্য। যেহেতু আপনি একদিনে অনেকগুলো ট্রেড করছেন, তাই এটা জরুরী যে আপনি ভালো মানি ম্যানেজমেন্ট প্ল্যান ব্যাবহার করছেন। মানি হ্যায় তো হানি হ্যায়।
মেজর নিউজ রিপোর্ট অনেক ক্ষতি করতে পারে
স্লিপেজ এবং হাই ভলাটিলিটির কারনে, highly anticipated নিউজ রিপোর্ট আপনার জন্য ভয়াবহ হতে পারে। প্রাইস যখন আচমকা আপনার বিরুদ্ধে চলে যায় তখন সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তাই সামনে কি হবে সবসময় তার জন্য প্রস্তুত থাকবেন।