মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম
এতক্ষণ আমরা কিভাবে ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে হয় সেব্যাপারে আলোচনা করেছি। তাছাড়াও আপনি কোন ধরনের ট্রেডার তা নির্ধারণ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।
এখন আপনাদের শেখাবো যে কিভাবে সেই শুকনো ট্রেডিং প্ল্যানে কিছুটা গোশত বানানো যায়।
আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়, এখন মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হবে।
মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম হল এমন সিস্টেম যা ট্রেডারদের জন্য ট্রেড সিগন্যাল জেনারেট করে। এগুলোকে মেকানিক্যাল বলার কারন হল মার্কেটে যাই হোক না কেন ট্রেডার হয়ত সেগুলোকে অদেখা করে ট্রেড করে।
এর পিছনের ধারনা হল, ট্রেডিঙে যত ইমোশন আর বায়াস আছে এটা সব ঝেড়ে ফেলবে, কারন যাই হোক না কেন আপনার নিজের রুল মেনে চলতে হবে।
যদি গুগল মামাকে “forex trading systems” দিয়ে জিজ্ঞেস করেন, তাহলে অনেক “হলি গ্রেইল” পাবেন যেগুলো “মাত্র” কয়েক হাজার ডলারের বিনিময়ে পাওয়া যাবে।
এসব সিস্টেমের প্রতি সপ্তাহে হাজার হাজার পিপ কামানোর কথা। আর কখনোই লস হবার কথা নয়। তারা আপনাকে তাদের পারফেক্ট ট্রেডিং সিস্টেমের “রেজাল্ট” দেখাবে যা আপনার মাথা ঘুড়িয়ে দেবে। এমনকি রেজাল্ট দেখে আপনি চেয়ার থেকে পড়েও যেতে পারেন। আর বলতে পারেন “পাইছি এবার! মাত্র $৩,০০০ খরচ করে আমি কোটিপতি হয়ে যাবো। আর যদি এই সিস্টেম হাজার হাজার পিপ কামাতে পারে, তাহলে আমার খরচ খুব শিগ্রই ফেরত আসবে।”
ভাইজান একটু থামেন। ঝোঁকের বসে পরে এভাবে কেনার আগে আপনার কিছু জিনিস জানার প্রয়োজন আছে।
সত্যি কথা বলে অনেক সিস্টেম কাজ করে। সমস্যা হল গিয়ে অনেক ট্রেডাররা ডিসিপ্লিন মেনে চলতে না পারায় সিস্টেমকে কাজে লাগাতে পারে না।
দ্বিতীয় সত্য (দ্বিতীয় সত্য বলতে কিছু আছে কি?) হল যে হাজার হাজার ডলার একটা সিস্টেমের পেছনে ব্যায় না করে আপনি সেই অর্থ নিজের ফ্রি ট্রেডিং সিস্টেম ডেভেলপ করাতে পারেন, আর সেই অর্থ আপনি ট্রেডের কাজে লাগাতে পারেন।
তৃতীয় সত্য হল ট্রেডিং সিস্টেম তৈরি করা খুব কষ্টকর না। কষ্টকর হল গিয়ে নিয়ম অনুসরন করা যা আপনি নিজের সিস্টেম ডেভেলপ করার সময় নির্ধারণ করেছিলেন।
অনেক আর্টিকেল দেখা যায় যেখানে মানুষ ট্রেডিং সিস্টেম বিক্রি করে, কিন্তু কয়টা আর্টিকেল নিজের সিস্টেম তৈরি করার জন্য উপদেশ দেয়?
এই লেসনে আপনি কিভাবে নিজের ট্রেডিং সিস্টেম যা আপনার জন্য উপযোগী তা ডেভেলপ করবেন কিভাবে সে বিষয়ে আলোচনা করা হবে। লেসন শেষে আপনাদের একটা সিস্টেম তৈরি করে দেখানো হবে।
ট্রেডিং সিস্টেমের উদ্দেশ্য
জানি আপনারা মনে মনে বলছেন “আমার ট্রেডিং সিস্টেমের উদ্দেশ্য হবে বিলিয়ন ডলার কামাই করা”।
যদিও এটা শুনতে অনেক ভালো শোনায়, কিন্তু এই ধরনের লক্ষ্য আপনাকে সফল করে তুলবে না।
যখন নিজের ট্রেডিং সিস্টেম ডেভেলপ করবেন, আপনার ২টা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য মাথায় রাখতে হবেঃ
১) আপনার সিস্টেমের যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন্ড চিনহিত করতে সফল হতে হবে।
২) আপনার সিস্টেমের “whipsaws” থেকে বাঁচার ক্ষমতা থাকতে হবে।
যদি এই ২টা জিনিস আপনার ট্রেডিং সিস্টেম করতে পারে, তাহলে আপনার সফল হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এসব লক্ষের মধ্যে খারাপ জিনিস হল এই ২টা একে অপরের সাথে খাপ খায় না।
যদি আপনার সিস্টেমের প্রধান উদ্দেশ্য ট্রেড দ্রুত চিনহিত করা থাকে, তাহলে আপনি প্রায়ই ফেকআউটের শিকার হবেন।
অন্যদিকে, যদি আপনার সিস্টেমের প্রধান উদ্দেশ্য থাকে যে কিভাবে “whipsaws” থেকে বাঁচা যায়, তাহলে আপনার এন্ট্রি অনেক সময় দেরিতে হবে আর অনেক ট্রেড হাতছাড়া হয়ে যেতে পারে।
আপনার যা করনীয়, যখন মেকানিক্যাল সিস্টেম ডেভেলপ করবেন, তখন এই ২টা লক্ষের মধ্যে সমঝোতা করে একটা সিস্টেম বের করবেন। ট্রেন্ড দ্রুত চিনহিত করার জন্য একটা পথ খুজবেন, কিন্তু সাথেসাথে সিস্টেম ফেক নাকি ভালো সিগন্যাল সেটার ধারনা যেন আপনার সিস্টেম আপনাকে দিতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন।
এতক্ষণ আমরা কিভাবে ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে হয় সেব্যাপারে আলোচনা করেছি। তাছাড়াও আপনি কোন ধরনের ট্রেডার তা নির্ধারণ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি।
এখন আপনাদের শেখাবো যে কিভাবে সেই শুকনো ট্রেডিং প্ল্যানে কিছুটা গোশত বানানো যায়।
আরও স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়, এখন মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম সম্পর্কে আলোচনা করা হবে।
মেকানিক্যাল ট্রেডিং সিস্টেম হল এমন সিস্টেম যা ট্রেডারদের জন্য ট্রেড সিগন্যাল জেনারেট করে। এগুলোকে মেকানিক্যাল বলার কারন হল মার্কেটে যাই হোক না কেন ট্রেডার হয়ত সেগুলোকে অদেখা করে ট্রেড করে।
এর পিছনের ধারনা হল, ট্রেডিঙে যত ইমোশন আর বায়াস আছে এটা সব ঝেড়ে ফেলবে, কারন যাই হোক না কেন আপনার নিজের রুল মেনে চলতে হবে।
যদি গুগল মামাকে “forex trading systems” দিয়ে জিজ্ঞেস করেন, তাহলে অনেক “হলি গ্রেইল” পাবেন যেগুলো “মাত্র” কয়েক হাজার ডলারের বিনিময়ে পাওয়া যাবে।
এসব সিস্টেমের প্রতি সপ্তাহে হাজার হাজার পিপ কামানোর কথা। আর কখনোই লস হবার কথা নয়। তারা আপনাকে তাদের পারফেক্ট ট্রেডিং সিস্টেমের “রেজাল্ট” দেখাবে যা আপনার মাথা ঘুড়িয়ে দেবে। এমনকি রেজাল্ট দেখে আপনি চেয়ার থেকে পড়েও যেতে পারেন। আর বলতে পারেন “পাইছি এবার! মাত্র $৩,০০০ খরচ করে আমি কোটিপতি হয়ে যাবো। আর যদি এই সিস্টেম হাজার হাজার পিপ কামাতে পারে, তাহলে আমার খরচ খুব শিগ্রই ফেরত আসবে।”
ভাইজান একটু থামেন। ঝোঁকের বসে পরে এভাবে কেনার আগে আপনার কিছু জিনিস জানার প্রয়োজন আছে।
সত্যি কথা বলে অনেক সিস্টেম কাজ করে। সমস্যা হল গিয়ে অনেক ট্রেডাররা ডিসিপ্লিন মেনে চলতে না পারায় সিস্টেমকে কাজে লাগাতে পারে না।
দ্বিতীয় সত্য (দ্বিতীয় সত্য বলতে কিছু আছে কি?) হল যে হাজার হাজার ডলার একটা সিস্টেমের পেছনে ব্যায় না করে আপনি সেই অর্থ নিজের ফ্রি ট্রেডিং সিস্টেম ডেভেলপ করাতে পারেন, আর সেই অর্থ আপনি ট্রেডের কাজে লাগাতে পারেন।
তৃতীয় সত্য হল ট্রেডিং সিস্টেম তৈরি করা খুব কষ্টকর না। কষ্টকর হল গিয়ে নিয়ম অনুসরন করা যা আপনি নিজের সিস্টেম ডেভেলপ করার সময় নির্ধারণ করেছিলেন।
অনেক আর্টিকেল দেখা যায় যেখানে মানুষ ট্রেডিং সিস্টেম বিক্রি করে, কিন্তু কয়টা আর্টিকেল নিজের সিস্টেম তৈরি করার জন্য উপদেশ দেয়?
এই লেসনে আপনি কিভাবে নিজের ট্রেডিং সিস্টেম যা আপনার জন্য উপযোগী তা ডেভেলপ করবেন কিভাবে সে বিষয়ে আলোচনা করা হবে। লেসন শেষে আপনাদের একটা সিস্টেম তৈরি করে দেখানো হবে।
ট্রেডিং সিস্টেমের উদ্দেশ্য
জানি আপনারা মনে মনে বলছেন “আমার ট্রেডিং সিস্টেমের উদ্দেশ্য হবে বিলিয়ন ডলার কামাই করা”।
যদিও এটা শুনতে অনেক ভালো শোনায়, কিন্তু এই ধরনের লক্ষ্য আপনাকে সফল করে তুলবে না।
যখন নিজের ট্রেডিং সিস্টেম ডেভেলপ করবেন, আপনার ২টা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য মাথায় রাখতে হবেঃ
১) আপনার সিস্টেমের যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন্ড চিনহিত করতে সফল হতে হবে।
২) আপনার সিস্টেমের “whipsaws” থেকে বাঁচার ক্ষমতা থাকতে হবে।
যদি এই ২টা জিনিস আপনার ট্রেডিং সিস্টেম করতে পারে, তাহলে আপনার সফল হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এসব লক্ষের মধ্যে খারাপ জিনিস হল এই ২টা একে অপরের সাথে খাপ খায় না।
যদি আপনার সিস্টেমের প্রধান উদ্দেশ্য ট্রেড দ্রুত চিনহিত করা থাকে, তাহলে আপনি প্রায়ই ফেকআউটের শিকার হবেন।
অন্যদিকে, যদি আপনার সিস্টেমের প্রধান উদ্দেশ্য থাকে যে কিভাবে “whipsaws” থেকে বাঁচা যায়, তাহলে আপনার এন্ট্রি অনেক সময় দেরিতে হবে আর অনেক ট্রেড হাতছাড়া হয়ে যেতে পারে।
আপনার যা করনীয়, যখন মেকানিক্যাল সিস্টেম ডেভেলপ করবেন, তখন এই ২টা লক্ষের মধ্যে সমঝোতা করে একটা সিস্টেম বের করবেন। ট্রেন্ড দ্রুত চিনহিত করার জন্য একটা পথ খুজবেন, কিন্তু সাথেসাথে সিস্টেম ফেক নাকি ভালো সিগন্যাল সেটার ধারনা যেন আপনার সিস্টেম আপনাকে দিতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন।