মাত্র ৬ ধাপে ট্রেডিং সিস্টেম তৈরি
এই সেকশনে আমরা দেখবো যে ট্রেডিং সিস্টেম কেমন দেখায়। এটা আপনাকে একটা ধারনা দেবে যে ট্রেডিং সিস্টেম ডেভেলপের জন্য কি লক্ষ্য করতে হবে।
ট্রেড সেটআপ
- ডেইলি চার্টে ট্রেড (সুইং ট্রেডিং)
- ৫ এসএমএ ক্লোজিং প্রাইসে
- ১০ এসএমএ ক্লোজিং প্রাইসে
- স্টোকাস্টিক (১৪,৩,৩)
- আরএসআই (৯)
ট্রেডিং রুল
এন্ট্রি রুল
বাই দিবো যদিঃ
- যদি ৫ এসএমএ ১০ এসএমএকে উপরের দিকে ক্রস করে আর স্টোকাস্টিক লাইন দুটোই উপরমুখী হয় (যদি স্টোকাস্টিক ওভারবট জোনে থাকে তাহলে বাই দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের উপরে থাকে।
সেল দিবো যদিঃ
- ৫ এসএমএ ১০ এসএমএ এর নিচে এবং স্টোকাস্টিক লাইন দুটো নিম্নমুখী হয়। (যদি স্টোকাস্টিক ওভারসোল্ড জোনে থাকে তাহলে সেল দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের নিচে থাকবে।
এক্সিট রুল
- যখন ৫ এসএমএ ১০ এসএমএকে ট্রেডের বিপরীত দিকে ক্রস করবে অথবা আরএসআই ৫০ লেভেলকে অরিক্রম করবে।
- যখন ১০০ পিপ লাভ হবে তখন এক্সিট করবো।
একটা চার্টে এটা ব্যাবহার করে দেখেন একবার।
এই সেকশনে আমরা দেখবো যে ট্রেডিং সিস্টেম কেমন দেখায়। এটা আপনাকে একটা ধারনা দেবে যে ট্রেডিং সিস্টেম ডেভেলপের জন্য কি লক্ষ্য করতে হবে।
ট্রেড সেটআপ
- ডেইলি চার্টে ট্রেড (সুইং ট্রেডিং)
- ৫ এসএমএ ক্লোজিং প্রাইসে
- ১০ এসএমএ ক্লোজিং প্রাইসে
- স্টোকাস্টিক (১৪,৩,৩)
- আরএসআই (৯)
ট্রেডিং রুল
এন্ট্রি রুল
বাই দিবো যদিঃ
- যদি ৫ এসএমএ ১০ এসএমএকে উপরের দিকে ক্রস করে আর স্টোকাস্টিক লাইন দুটোই উপরমুখী হয় (যদি স্টোকাস্টিক ওভারবট জোনে থাকে তাহলে বাই দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের উপরে থাকে।
সেল দিবো যদিঃ
- ৫ এসএমএ ১০ এসএমএ এর নিচে এবং স্টোকাস্টিক লাইন দুটো নিম্নমুখী হয়। (যদি স্টোকাস্টিক ওভারসোল্ড জোনে থাকে তাহলে সেল দিবো না)
- আরএসআই ৫০ লেভেলের নিচে থাকবে।
এক্সিট রুল
- যখন ৫ এসএমএ ১০ এসএমএকে ট্রেডের বিপরীত দিকে ক্রস করবে অথবা আরএসআই ৫০ লেভেলকে অরিক্রম করবে।
- যখন ১০০ পিপ লাভ হবে তখন এক্সিট করবো।
একটা চার্টে এটা ব্যাবহার করে দেখেন একবার।