ট্রেড ক্লোজে ফিবোনাচ্চির ব্যাবহার
আমরা যখন ট্রেডে এন্টার করি তখন আমাদের একসময় না একসময় ট্রেড ক্লোজও করতে হবে। ট্রেড ক্লোজ করতে আমরা বিভিন্নভাবে ফিবো ব্যাবহার করতে পারি। একটা পদ্ধতি হল যে, আপনি যেই ফিবো লেভেলে এন্ট্রি করছেন, তার পরের ফিবো লেভেল ছাড়িয়ে স্টপলস দেয়া।
আপনি চার্টে আপট্রেন্ড দেখছেন। আপনি একটা ভাল এন্ট্রি পয়েন্ট খুজবেন। ভাল এন্ট্রি পয়েন্ট হল ফিবো ৩৮.২% - ৬১.৮% এর মধ্যে। পরবর্তীতে পড়ার আগে আপনি কোন পয়েন্টে এন্টার করতে চান তা নির্ধারন করুন।
যদি আপনি ৩৮.২% এ এন্টার করেন তাহলে স্টপ লস ৫০% ফিবোর নিচে সেট করবেন।
যদি ৫০% ফিবোতে এন্টার করেন তাহলে স্টপ লস ৬১.৮% ফিবোর নিচে সেট করবেন।
যদি আপনি ৩৮.২% ফিবোতে এন্টার করতেন তাহলে আপনি লসের সম্মুখীন হতেন। আর যদি ৫০% ফিবোতে এন্টার করতেন তাহলে আপনার ট্রেড লাভের মুখ দেখত। এই পদ্ধতির একটা অসুবিধা হল যে আপনার এন্ট্রি খুব সঠিক হতে হবে। আর এটা তখন হয় যখন আপনি একেবারে নিশ্চিত যে প্রাইস সাপোর্ট ও রেজিস্টেন্স লেভেল ভাঙবে না। মনে রাখবেন যে মার্কেট আপনার আশামত সবসময় মুভ করবে না। তাই সবসময় স্টপ লস সেট করতে হবে।
আরেকটা পদ্ধতি হল স্টপলস সুইং হাই অথবা সুইং লো এর থেকে দূরে সেট করা। এটা আপনার ট্রেডকে মুভ করার জন্য বেশি জায়গা দেয়। এই ধরনের স্টপ লস লং টার্ম ট্রেডের জন্য কার্যকর। একটা কথা মনে রাখবেন, আপনার লট সাইজ স্টপ লস অনুযায়ী সেট করে নিবেন।
উপরের চার্টটা আরেকবার দেখুন। ৩৮.২% এর ট্রেডটা আপনার স্টপ লস হিট করত। কিন্তু যদি আপনার স্টপ লসটা সুইং লো এর নিচে থাকত তাহলে এটা লাভজনক ট্রেডে পরিনত হত।
স্টপ লস সম্পর্কে কিছু জিনিস সবসময় মাথায় রাখবেন:
আমরা যখন ট্রেডে এন্টার করি তখন আমাদের একসময় না একসময় ট্রেড ক্লোজও করতে হবে। ট্রেড ক্লোজ করতে আমরা বিভিন্নভাবে ফিবো ব্যাবহার করতে পারি। একটা পদ্ধতি হল যে, আপনি যেই ফিবো লেভেলে এন্ট্রি করছেন, তার পরের ফিবো লেভেল ছাড়িয়ে স্টপলস দেয়া।
আপনি চার্টে আপট্রেন্ড দেখছেন। আপনি একটা ভাল এন্ট্রি পয়েন্ট খুজবেন। ভাল এন্ট্রি পয়েন্ট হল ফিবো ৩৮.২% - ৬১.৮% এর মধ্যে। পরবর্তীতে পড়ার আগে আপনি কোন পয়েন্টে এন্টার করতে চান তা নির্ধারন করুন।
যদি আপনি ৩৮.২% এ এন্টার করেন তাহলে স্টপ লস ৫০% ফিবোর নিচে সেট করবেন।
যদি ৫০% ফিবোতে এন্টার করেন তাহলে স্টপ লস ৬১.৮% ফিবোর নিচে সেট করবেন।
যদি আপনি ৩৮.২% ফিবোতে এন্টার করতেন তাহলে আপনি লসের সম্মুখীন হতেন। আর যদি ৫০% ফিবোতে এন্টার করতেন তাহলে আপনার ট্রেড লাভের মুখ দেখত। এই পদ্ধতির একটা অসুবিধা হল যে আপনার এন্ট্রি খুব সঠিক হতে হবে। আর এটা তখন হয় যখন আপনি একেবারে নিশ্চিত যে প্রাইস সাপোর্ট ও রেজিস্টেন্স লেভেল ভাঙবে না। মনে রাখবেন যে মার্কেট আপনার আশামত সবসময় মুভ করবে না। তাই সবসময় স্টপ লস সেট করতে হবে।
আরেকটা পদ্ধতি হল স্টপলস সুইং হাই অথবা সুইং লো এর থেকে দূরে সেট করা। এটা আপনার ট্রেডকে মুভ করার জন্য বেশি জায়গা দেয়। এই ধরনের স্টপ লস লং টার্ম ট্রেডের জন্য কার্যকর। একটা কথা মনে রাখবেন, আপনার লট সাইজ স্টপ লস অনুযায়ী সেট করে নিবেন।
উপরের চার্টটা আরেকবার দেখুন। ৩৮.২% এর ট্রেডটা আপনার স্টপ লস হিট করত। কিন্তু যদি আপনার স্টপ লসটা সুইং লো এর নিচে থাকত তাহলে এটা লাভজনক ট্রেডে পরিনত হত।
স্টপ লস সম্পর্কে কিছু জিনিস সবসময় মাথায় রাখবেন:
- আপনার স্টপ লস অনুযায়ী লট সাইজ ঠিক করে নেন।
- ফিবো কিন্তু স্টপলস নির্ধারন করার জন্য একমাএ টুল না।
- বর্তমান মার্কেট এনভায়রনমেন্ট অ্যানালাইজ করাটা উপকারী হবে।
- ভিন্ন টুল ব্যাবহার করলে আপনি উওম স্টপলস পয়েন্ট পেতে পারেন।