Facebook Twitter LinkedIn google plusone
18 - কারেন্সি ক্রস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
18 - কারেন্সি ক্রস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

09 মেজর কারেন্সি ট্রেডে ক্রস কারেন্সির ব্যাবহার

মেজর কারেন্সি ট্রেডে ক্রস কারেন্সির ব্যাবহার

আপনি যদি ক্রস কারেন্সি ট্রেডে আগ্রহী না হয়ে থাকেন, আপনি ক্রস কারেন্সি আপনার ট্রেডের জন্য উত্তম ডিসিশনের জন্য ব্যাবহার করতে পারেন।

কারেন্সি ক্রস আপনাকে মেজরের তুলনামূলক স্ট্রেনথ যাচাই করতে সহায়তা করবে। ধরুন আপনি ইউরো/ইউএসডি এবং জিবিপি/ইউএসডি এই ২টার মধ্যে যেকোনো একটা সেল করার সিদ্ধান্ত নিলেন। কোনটা ট্রেড করবেন সেটা ভাবছেন।

আপনি ইউরো/জিবিপি পেয়ারে দেখলেন যে এটা ফল করছে। এর মানে ইউরো ফল করছে আর জিবিপি বাড়ছে। মানে পাউন্ড ইউরো থেকে তুলনামুলকভাবে শক্তিশালী।





এখন চিন্তা করেন যে কোন পেয়ার আপনার লসের ঝুকি কমিয়ে দেয়? এই ক্ষেত্রে ইউরো/ইউএসডি সেল করলে লাভের সম্ভাবনা জিবিপি/ইউএসডি থেকে বেশী হবে।

আবার যদি ইউএসডি কোন কারনে শক্তিশালী হয়, তাহলে ইউরো/ইউএসডি আপনাকে তুলনামূলক বেশী পিপ দেবে।
আপনি তুলনামূলক স্ট্রেনথ অ্যানালিসিস যেকোনো কারেন্সি পেয়ারে করতে পারেন। ধরুন আপনি ইউএস ডলারে বিয়ারিশ মনোভাব রাখছেন। তো আপনি কিভাবে ট্রেড করবেন?

  • ইউরো/ইউএসডি বাই করবো, নাকি ইউএসডি/সিএইচএফ সেল করবো? ইউরো/সিএইচএফ পেয়ারটা দেখুন।
  • ইউএসডি/সিএইচএফ নাকি ইউএসডি/জেপিওয়াই সেল করবো? সিএইচএফ/জেপিওয়াই দেখুন।
  • ইউরো/ইউএসডি বাই করবো নাকি ইউএসডি/জেপিওয়াই সেল করবো? ইউরো/জেপিওয়াই দেখুন।
  • জিবিপি/ইউএসডি বাই নাকি ইউএসডি/সিএইচএফ সেল করবো? জিবিপি/সিএইচএফ পেয়ারটা দেখুন।

তাহলে বুঝতে পারছেন যে, ক্রস কারেন্সি আপনাকে তুলনামূলক একটা ধারনা দিতে পারে যে কোন কারেন্সি পেয়ার বেশী শক্তিশালী।

08 ইউরো এবং ইয়েন ক্রস

ইউরো এবং ইয়েন ক্রস

ইউএস ডলারের পরে সবচেয়ে বেশী প্রচলিত কারেন্সি হল ইউরো এবং ইয়েন। এগুলো বিভিন্ন দেশে রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যাবরিত হয়ে থাকে।

ইউরো ক্রস ট্রেডিং

ইউরো ক্রসের মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় কারেন্সি পেয়ার হল ইউরো/জেপিওয়াই, ইউরো/জিবিপি, এবং ইউরো/সিএইচএফ।

যেসব নিউজ ইউরো অথবা সিএইচএফ এর উপর প্রভাব ফেলে সেগুলো ইউরো/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ এর চেয়ে ইউরো/সিএইচএফের উপর বেশী প্রভাব ফেলবে। আবার ইউকে নিউজ ইউরো/জিবিপি এর উপর বেশী প্রভাব ফেলবে।

ইউএস নিউজ ইউরো ক্রসে প্রভাব ফেলে থাকে। যখন ইউএস নিউজ জিবিপি/ইউএসডি অথবা ইউএসডি/সিএইচএফ পেয়ারে বড় ধরনের মুভ করে, তখন সেটা শুধু জিবিপি এবং সিএইচএফ এর বিপরীতে ইউরোতেও প্রভাব ফেলে। ইউএসডিতে বড় মুভের সাথে সাথে ইউরো/সিএইচএফ এবং ইউরো/জিবিপি পেয়ারেও বড় মুভ ঘটে।

আপনি হয়ত মনে মনে বলছেন, ধুত মিয়া কি বলতেছেন। কিছুই তো মাথায় ঢুকলো না। উদাহরন দেন।





ধরুন,
- একটা ভালো ইউএস নিউজ আসলো। এতে ইউএসডি বাড়বে।
- মানে জিবিপি/ইউএসডি ফল করবে আর ইউএসডি/সিএইচএফ বাড়বে।
- জিবিপি ফল করলে ইউরো/জিবিপি বাড়বে। কারন ট্রেডাররা জিবিপি সেল করছে।
- সিএইচএফ ফল করলে ইউরো/সিএইচএফ বাড়বে। কারন ট্রেডাররা সিএইচএফ সেল করছে।
- চিন্তা করে দেখুন যে, এখন ইউএসডি নিউজ যদি খারাপ আসে তাহলে কি হবে?

ইয়েন ক্রস ট্রেডিং

জেপিওয়াই একটি জনপ্রিয় ক্রস কারেন্সি। এটা সাধারনত সব মেজরের বিপরীতে ট্রেড করা হয়। ইউএসডির পড়ে ইউরো/জেপিওয়াই হল সবচেয়ে জনপ্রিয়।

জাপানিজ ইয়েনের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার ক্যারি ট্রেডারদের মধ্যে অনেক জনপ্রিয়। এর কারন হল জেপিওয়াই এর বিপরীতে ইন্টেরেস্ট রেটের পার্থক্য।

মনে রাখবেন, সুদ মুসলমানদের জন্য হারাম।

যখন ইয়েন ক্রস ট্রেড করবেন, তখন ইউএসডি/জেপিওয়াই এর উপর নজর রাখবেন। যখন এই পেয়ারে “কী লেভেল” হোল্ড করে অথবা ব্রেক করে তখন অন্যান্য পেয়ারে এর প্রভাব পড়ে থাকে। উদাহরণস্বরূপঃ

- ইউএসডি/জেপিওয়াই কোন “কী রেজিস্টান্স লেভেল” ব্রেক করল।
- এটা ইঙ্গিত দিচ্ছে যে ট্রেডাররা জেপিওয়াই সেল করছে।
- ফলে আমরা জিবিপি/জেপিওয়াই, ইউরো/জেপিওয়াই, এইউডি/জেপিওয়াই পেয়ারে প্রাইস বাড়তে দেখতে পারি।

কী প্রাইস লেভেল কাকে বলে? 

একটা প্রাইস লেভেল যেটা ব্রেক করলে প্রাইস অনেক দূরে যেতে পারে। কিছু কী প্রাইস লেভেলের ব্যাবরিত ট্যুল হলঃ ফিবোনাস্যি, পিভট পয়েন্ট, সাপোর্ট ও রেজিস্টান্স।


ক্যাড/জেপিওয়াই (CAD/JPY)

বিগত বছরকয়েক ধরে ক্যাড/জেপিওয়াই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর কারন যদি মনে করে থাকেন যে, কানাডায় অনেক ঠাণ্ডা আর জাপানে অনেক ভূমিকম্প হয়ে থাকে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারনা করেছেন। হাহাহা!
এই ক্রসে জনপ্রিয়তার কারন হল তেল। কারন কানাডা হল ২য় সর্বচ্চ তেল রিজার্ভকৃত দেশ এবং তেলের দাম বাড়াতে তাদের লাভ হয়।

অন্যদিকে জাপান তেল আমদানির উপর নির্ভর করে। তাদের প্রায় শতকরা ৯৯% তেল আমদানি করা হয়।
তেলের সাথে এই পেয়ারের কোরিলেশন হাই। প্রায় ৮৭% ধরা হয়।

07 কৃত্রিম কারেন্সি পেয়ার তৈরি

কৃত্রিম কারেন্সি পেয়ার তৈরি 

ইন্সটিটিউশনাল ট্রেডাররা হাই ভলিউম এবং লিকুইডিটির অভাবে মাঝেমাঝে কিছু ক্রস কারেন্সি ট্রেড করতে পারে না। তাই তারা “কৃত্রিম কারেন্সি পেয়ার” তৈরি করে তা ট্রেড করে।

ধরুন একজন ইন্সটিটিউশনাল ট্রেডার জিবিপি/ইউএসডি বাই করতে চায় কিন্তু পর্যাপ্ত লিকুইডিটির অভাবে সেটা পারছে না। তাই এই ট্রেডটা করতে, তার জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই বাই করতে হবে। এটা সম্ভব কারন জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই ২টাতেই লিকুইডিটি পর্যাপ্ত পরিমানে আছে।

তো কৃত্রিম কারেন্সি পেয়ার কিভাবে তৈরি করা যায় তা দেখিঃ







ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত আমাদের এত ঝামেলায় যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের ব্রোকার প্রায় সবগুলো ক্রস পেয়ার অফার করে। আপনি যদি রিটেইল ট্রেডার হয়ে থাকেন, আর ইন্সটিটিউশনাল ট্রেডারদের মত করে ট্রেড করতে চান তাহলে সেটা করতে পারেন। কিন্তু সেটা খুব স্মার্ট কাজ হবে না।

২ টা ভিন্ন কারেন্সি পেয়ার ওপেন করতে গেলে অধিক মার্জিনের প্রয়োজন হয়। আর সেটা আপনার অধিক মূলধন ব্যাবহার করে। তাই যদি আপনি বিলিয়ন ডলারের অ্যাকাউন্টে ট্রেড না করে থাকেন, কৃত্রিম পেয়ার বানিয়ে ট্রেড করার কথা ভুলে যান।

06 নিউজ এবং ফান্ডামেন্টালের উপরে প্রস্তুতি নেয়া

নিউজ এবং ফান্ডামেন্টালের উপরে প্রস্তুতি নেয়া

ফান্ডামেন্টাল কোন অর্থনীতিতে লং টার্মের মুভমেন্ট গঠন করে থাকে। অন্যদিকে নিউজ সর্ট টার্মে মার্কেটে মুভমেন্ট করিয়ে থাকে। তাই আমাদের ট্রেডে ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নেয়া প্রয়োজন।

ধরুন, কিছুক্ষণ পরে অস্ট্রেলিয়ান ডলারের কোন মেজর নিউজ রিলিজ হবে। আপনি আশা করছেন যে এই নিউজ এইউডি এর জন্য ভালো হবে। আপনার এনালিসিস বলছে যে ইউএস অর্থনীতি ভালো করছে। তাহলে এই নিউজ এইউডি/ইউএসডি পেয়ারকে ফ্ল্যাট মুভমেন্টে পরিনত করতে পারে।





আবার ধরুন, কিছুক্ষণ পরে অস্ট্রেলিয়ান ডলারের কোন মেজর নিউজ রিলিজ হবে। আপনি আশা করছেন যে এই নিউজ এইউডি এর জন্য ভালো হবে। আপনার এনালিসিস বলছে যে জাপানী অর্থনীতির অবস্থা খারাপ। তাহলে এই নিউজ এইউডি/জেপিওয়াই এর জন্য আপনাকে কি ভালো কোন সুযোগ দিচ্ছে?

মেজর সবসময় আপনাকে ভালো ট্রেডের সুযোগ দিবে না, কিন্তু ক্রস কারেন্সি আপনার জন্য ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। একটা দেশের অর্থনীতি শক্তিশালী আর আরেকটা দেখের অর্থনীতি দুর্বল আপনাকে ভালো সুযোগ দিতে পারে। সুযোগ খুজে তার সদব্যাবহার করা আপনার কাজ।

05 ধোঁয়াটে ক্রস

ধোঁয়াটে ক্রস

ক্রস কারেন্সির মধ্যে ইউরো এবং ইয়েন সবচেয়ে বেশী লিকুইড। অনেক ক্রস পেয়ার আছে যেগুলোতে ইউরো, ইউএসডি অথবা ইয়েন কোনটাই নেই। সেগুলোকে “ধোঁয়াটে ক্রস” বলা হয়ে থাকে।

এখানে যে পেয়ারগুলোকে ধোঁয়াটে বলা হচ্ছ সেগুলো হল এইউড/সিএইচএফ (USD/CHF), এইউডি/এনজেডডি (USD/NZD), ক্যাড/সিএইচএফ (CAD/CHF), এবং জিবিপি/সিএইচএফ (GBP/CHF)।

এই পেয়ারগুলতে ট্রেড করা ইউরো অথবা ইয়েন ক্রসের চেয়ে কষ্টকর হয়ে হতে পারে। এর কারন হল খুব কম সংখ্যক ট্রেডার এগুলো ট্রেড করে, তাই ভলিউম কম ফলে কম লিকুইডিটি। এধরনের কারেন্সি পেয়ারে প্রাইসকে অনেক লাফালাফি করতে দেখা যেতে পারে। নিচের চার্টটি দেখুনঃ






এত বেশী স্পাইক আপনার ট্রেডের জন্য ভালো না। যদি আপনি ক্রস কারেন্সি গুরু না হয়ে থাকেন, এরকম অস্থির মুভমেন্টে ট্রেড করা আপনার জন্য কষ্টকর হয়ে দাড়াতে পারে। একারনে যারা এসব পেয়ারে ট্রেড করে, তারা ওয়াইড স্টপ লস ব্যাবহার করে থাকে। এছাড়াও কম ট্রেড হয় বলে এগুলোর স্প্রেড অনেক বেশী হয়ে থাকে। যদি আপনি নিজেকে এই ধরনের কারেন্সি ক্রস থেকে বিরত না রাখতে পারেন, তাহলে বেশী স্প্রেড আর অস্থির মুভমেন্টের জন্য নিজেকে প্রস্তুত করে নিন।

04 ইন্টেরেস্ট রেটের পার্থক্যের মধ্যে দিয়ে লাভ নেয়া

ইন্টেরেস্ট রেটের পার্থক্যের মধ্যে দিয়ে লাভ নেয়া

সতর্কীকরণঃ সুদ মুসলমানদের জন্য হারাম। 

এই লেসনটা শুধুমাত্র জ্ঞানের জন্য দেয়া হচ্ছে। সবাইকে এই ধরনের ট্রেডিং থেকে লাভ নেয়ার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

সময়ভেদে ২ দেশের ইন্টেরেস্ট রেটের মধ্যে ভিন্নতা দেখা যায় যেখানে ট্রেডাররা ইন্টেরেস্ট রেটের পার্থক্য দিয়ে লাভ বের করে নিতে পারে। ট্রেডাররা এটাকে ক্যারি ট্রেড বলে চিনে থাকে।





যদি আপনি একটা ট্রেন্ড ধরতে পারেন যার ওভারনাইট রেট আপনাকে পজিটিভ সুদ দেবে, তাহলে প্রতি পিপে যে লাভ পাওয়া যায় তা তো থাকবেই, তার সাথে যতদিন ট্রেড ওপেন রাখবেন, তার উপর সুদ বোনাস আসবে। যদি ওভারনাইট রেট নেগেটিভ হয়, তাহলে সেই একই সুদ আপনার লাভ কমাতে থাকবে।



উপরের চার্টে এইউডি/জেপিওয়াই পেয়ারে ২০১০ জুনের দিকে যদি বাই ট্রেড দেয়া হত, তাহলে এক বছরে ২,১০০ পিপের উপরে লাভ এবং এক বছরে পজিটিভ সুদ অ্যাকাউন্টে জমা হত। কল্পনা করতে পারেন যে এটা একটা ক্যাশ কাউ মেথড। বড় বড় প্রতিষ্ঠান তাদের হেজিং স্ট্রাটেজি হিসেবে এইসব কার্যকলাপে লিপ্ত থাকে।

ক্যারি ট্রেড নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা হবে। শুধুমাত্র জ্ঞানের জন্য। সবকিছু থেকে লাভ নেয়া উচিত নয় আর এটা সেগুলোর মধ্যে একটা। আবারো সতর্ক করা হচ্ছে যে সুদ মুসলমানদের জন্য হারাম।

03 চার্টে প্রাইসের ভিন্নমত

চার্টে প্রাইসের ভিন্নমত

ফরেক্স মার্কেটে যেহেতু বেশীরভাগ লেনদেন ইউএসডি দ্বারা হয়, আপনি কল্পনা করতে পারেন যে বিভিন্ন ধরনের নিউজ ইউএসডিভিত্তিক কারেন্সি পেয়ারে স্পাইক দিতে পারে।

ইউএস হল পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি আর একারনে স্পেকুলেটররা ইউএস নিউজে কঠোর প্রতিক্রিয়া দেখায়। যদিও সেটা লং টার্মে তেমন বেশী প্রভাব না ফেলে থাকে। মানে চার্টে অনেক স্পাইক দেখতে পারেন।

আবার যেখানে মেজর পেয়ারের ট্রেন্ড তৈরি করতে কষ্ট হয়, সেখানে ক্রস কারেন্সি পেয়ার সুক্ষভাবে ট্রেডিং মুভ করতে পারে। নিচের চার্টগুলো দেখুনঃ




একই টাইম পেরিয়ডে ২টা চার্ট। দেখুন ১ম চার্টে জিবিপি/ইউএসডি চার্টে প্রাইস কিভাবে মুভ করছে, আর ২য় চার্টে জিবিপি/সিএইচএফ কিভাবে ট্রেন্ডিং মুভ করছে।





যদি আপনি ট্রেন্ড রাইড করতে পছন্দ করেন তাহলে কারেন্সি ক্রস ট্রেডিং আপনার জন্য লাভজনক হতে পারে। আপনি সহজে ট্রেন্ড চিনহিত করতে পারবেন কারন আপনি জানবেন যে কোন টেকনিক্যাল লেভেলগুলো মেজরের চেয়ে ভালোভাবে ট্রেড করা যায়।

02 ক্রস কারেন্সি বেশী ট্রেডের সুযোগ দেয়

ক্রস কারেন্সি বেশী ট্রেডের সুযোগ দেয়

ফরেক্স মার্কেটে শতকরা ৯০% এর বেশী লেনদেনে ইউএসডি অন্তর্ভুক্ত থাকে। আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে ইউএসডি কেন? এটা জিবিপি অথবা ইউরো হতে পারতো?

অনেক কৃষি এবং শিল্পজাত দ্রব্য; যেমন তেলকে ইউএস ডলারে দর করা হয়। যদি কোন দেশ তেল অথবা অন্য কোন কৃষিজাত দ্রব্য আমদানি করতে চায়, তাহলে প্রথমে তাদের লোকাল কারেন্সিকে ইউএস ডলারে পরিণত করতে হবে। একারনে বিভিন্ন দেশ ইউএসডি রিজার্ভ করে রাখে। তাদের কাছে রিজার্ভ থাকায় লেনদেন দ্রুত সম্পন্ন হয়।

যেহেতু ইউএসডি সবচেয়ে ব্যাবরিত হয়, আরেকটা প্রশ্ন আসে – “ইউএসডি কি শক্তিশালী নাকি দুর্বল হবে?”
শুধুমাত্র এই একটি প্রশ্ন অনেক কারেন্সি পেয়ারের লিকুইডিটিতে প্রভাব ফেলবে। যেমনঃ





মেজর পেয়ার – ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, ইউএসডি/সিএইচএফ, ইউএসডি/জেপিওয়াই।
কমোডিটি পেয়ার – এইউডি/ইউএসডি, ইউএসডি/ক্যাড, এনজেডডি/ইউএসডি।

লক্ষ্য করবেন যে উপরের পেয়ারগুলোতে ইউএসডি সংযুক্ত আছে। যেখানে ট্রেডারদের ডিসিশন এই এক স্পেকুলেশনের উপরে নেয়া সেখানে ট্রেডারদের খুব বেশী কিছু করার থাকে না। তাই এই ৭টি “মেজর” ডলার নির্ভর পেয়ারের দিকে না তাকিয়ে, যদি ক্রস কারেন্সির দিকে নজর দেই তাহলে আরও লাভজনক ট্রেডের সুযোগ দেবে।

কারেন্সি ক্রস মেজর পেয়ার থেকে ভিন্নভাবে মুভ করে। যেমনঃ মেজর পেয়ার ফ্ল্যাট এনভায়রমেন্টে মুভ করছে কিন্তু ক্রস পেয়ার ট্রেন্ডিং মুভ করছে।

বেশীরভাগ ট্রেডাররাই মেজর ট্রেড করে। আর সবাই ক্রস ট্রেড করে না। এটার আপনি সুযোগ নিতে পারেন অথবা পাশে বসে থাকতে পারেন।

01 ক্রস কারেন্সি পেয়ার কি?

ক্রস কারেন্সি পেয়ার কি?

ক্রস কারেন্সি পেয়ার হল সেই পেয়ার যেগুলোতে ইউএসডি থাকে না। এটা অনেক আগের কথা যখন কেউ এক কারেন্সি থেকে অন্য কারেন্সি করতে চাইত তখন তাদের প্রথমে সেটা প্রথমে ডলারে পরিনত করতে হত। আর তারপর অন্য কারেন্সিতে আবার পরিনত করতে হত।

উদাহরণস্বরূপ – ধরুন আপনি আদিম যুগের মানুষ। কাপড়ের যায়গায় গাছের পাতা ব্যাবহার করে। আপনি সেই যুগে ব্রিটিশ পাউন্ড এর বদলে জাপানিজ ইয়েন নিতে চাচ্ছেন। কিন্তু সেই আদিম যুগে এভাবে করাটা সম্ভব ছিলনা। আপনার ইয়েন নিতে হলে আপনাকে প্রথমে জিবিপিকে ডলারে পরিনত করতে হবে। তারপর ডলারকে আবার ইয়েনে পরিনত করতে হবে।

এখন যুগের অনেক পরিবর্তন হয়েছে, আমরা এখন আর গাছের পাতা ব্যাবহার করি না। এই পরিবর্তনের সাথে কারেন্সি ক্রস আবিস্কার হয়েছে। এখন আপনি আপনার কারেন্সিকে ডলারে পরিনত করে তারপর আবার অন্য কারেন্সিতে পরিনত করার প্রক্রিয়াকে বাদ দিতে পারেন। এখন আপনি সরাসরি একটা কারেন্সিকে অন্য কারেন্সিতে পরিনত করতে পারেন। যেমনঃ জিবিপি/জেপিওয়াই, ইউরো/জেপিওয়াই, ইউরো/জিবিপি ইত্যাদি।





ক্রস রেট গননার পদ্ধতিঃ

যদিও আপনার ব্রোকার আপনার জন্য এই গননা করে দেয়, তারপরও সবকিছু সম্পর্কে জ্ঞান থাকা ভালো। তাই ক্রস কারেন্সির রেট কিভাবে গননা করা হয় সেটা জানা থাকলে কোন ক্ষতি নেই।

ধরুন আমরা জিবিপি/জেপিওয়াই এর বিড/আসক প্রাইস গননা করে বের করতে চাই। প্রথমে আমাদের যা দেখতে হবে তা হল জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই এর বিড/আসক রেট।

এই ২টা আবার দেখার প্রয়োজন কেন? পড়তে থাকেন মিয়া...

এই ২টা কারেন্সি পেয়ারের প্রয়োজন কারন হল গিয়ে এই ২ টা কারেন্সি পেয়ারেরই ইউএসডি আছে। জিবিপি/ইউএসডি এবং ইউএসডি/জেপিওয়াই কে জিবিপি/জেপিওয়াই এর “পা” বলতে পারেন কারন ২টায়ই ইউএস ডলারের সাথে জড়িত।

এখন দেখি যে বিড/আসক কিভাবে বের করা যায়ঃ

বিড প্রাইসের সুত্রঃ জিবিপি/ইউএসডি X ইউএসডি/জেপিওয়াই (এর বিড প্রাইস)
আসক প্রাইসের সুত্রঃ জিবিপি/ইউএসডি X ইউএসডি/জেপিওয়াই (এর আসক প্রাইস)

বিড/আসক ধরে নেইঃ
জিবিপি/ইউএসডিঃ  ১.৬২১৮/১.৬২২০
ইউএসডি/জেপিওয়াইঃ ৮৯.৮৪/৮৯.৮৬
তাহলেঃ
জিবিপি/জেপিওয়াই বিডঃ ১.৬২১৮ X ৮৯.৮৪ = ১৪৫.৭০
জিবিপি/জেপিওয়াই আসকঃ ১.৬২২০ X ৮৯.৮৬ = ১৪৫.৭৫

এটা কি খুব কঠিন কিছু ছিল?

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up