Facebook Twitter LinkedIn google plusone
21 - ক্যারি ট্রেড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
21 - ক্যারি ট্রেড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

04 ক্যারি ট্রেড করবো নাকি করবো না

ক্যারি ট্রেড করবো নাকি করবো না

ক্যারি ট্রেড কখন কাজ করে?



ক্যারি ট্রেড ভালো কাজ করে যখন ইনভেস্টররা মার্কেটকে ঝুঁকিপূর্ণ ভাবে এবং একই সময়ে হাই-ইয়েল্ডিং কারেন্সি বাই করতে এবং লো-ইয়েল্ডিং কারেন্সি সেল করার পক্ষপাতী থাকে।

ক্যারি ট্রেডের আশা করা যায় যখন কোন কারেন্সি পেয়ারের অবস্থা ভালো না হলেও, যে কারেন্সি পেয়ারে ট্রেড করার চিন্তা করছেন সেটা ভালো হবে এই বিষয়ে আশাবাদী হওয়ার প্রয়োজন।

ধরুন, একটা দেশের অর্থনীতি খুব ভালো করছে। তাহলে সেখানে একটা সম্ভাবনা থাকে যে, ইনফ্লেশন কমাতে সেন্ট্রাল ব্যাংক ইন্টেরেস্ট রেট বাড়াবে। এটা ক্যারি ট্রেডের জন্য ভালো যেহেতু ইন্টেরেস্ট রেট যত বেশি, ২ দেশের মধ্যে ইন্টেরেস্ট রেটের পার্থক্য তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে।





অন্যদিকে একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না দেখায়, তাহলে মানুষের মনে ভয়ে থাকবে যে অর্থনীতি চাঙা করতে সেন্ট্রাল ব্যাংক ইন্টেরেস্ট রেট কমাতে পারে।

সোজা কথায়, ক্যারি ট্রেডের জন্য সেরা সময় হল যখন ইনভেস্টরদের রিস্ক অ্যাভারশন (Risk Aversion) কম থাকে।
ক্যারি ট্রেড কাজ করবে না যখন রিস্ক অ্যাভারশন (Risk Aversion)হাই থাকে। যেমনঃ হাই-ইয়েল্ডিং কারেন্সি সেল এবং লো-ইয়েল্ডিং কারেন্সি বাই করা। যখন রিস্ক অ্যাভারশন (Risk Aversion)হাই থাকে তখন ইনভেস্টররা উদ্যোগ নিতে আগ্রহী হবে না।

ধরুন, একটা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। দেশটি রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার মতে আপনার প্রতিবেশী তখন কি করবে?

প্রতিবেশী হয়ত কম সুদ দেয়া অন্য কোন ইনভেস্টমেন্ট খুজবে যেটা কম হলেও নিশ্চিত লাভ দেয়। যেহেতু তাদের ইনভেস্টমেন্ট প্লান রিস্ক কমিয়ে আনছে, কোন কারনে যদি সবকিছু প্লানমত না যায়, তাহলে তাদের একটা বাচার সুযোগ থাকবে। ফরেক্সের ভাষায়, আপনার প্রতিবেশীর রিস্ক অ্যাভারশন (Risk Aversion)হাই বলে গণ্য করা হবে।

ইনভেস্টরদের সাইকোলজি আপনার প্রতিবেশীর চেয়ে খুব বেশী ভিন্নমত প্রকাশ করে না। যখন অর্থনৈতিক অবস্থা অনিশ্চিত থাকে, ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট “সেফ হ্যাভেন” কারেন্সিতে লাগায়। যেমন ইউএ ডলার এবং জাপানী ইয়েন।


03 ক্যারি ট্রেডের উপায় এবং রিস্ক

ক্যারি ট্রেডের উপায় এবং রিস্ক

ক্যারি ট্রেডের উপায়

ক্যারি ট্রেডের জন্য পছন্দসই কারেন্সি পেয়ার খুজে বের করা সহজ। ২টা জিনিসের দিকে লক্ষ্য করবেনঃ
১) ২ দেশের ইন্টেরেস্ট রেটের পার্থক্য বেশী থাকবে।

২) একটা কারেন্সি পেয়ার স্থিতিশীল কারেন্সি পেয়ার অথবা হাই-ইয়েল্ডিং কারেন্সি যেটা আপট্রেন্ডে আছে। এটা আপনাকে ট্রেডে দীর্ঘসময় ধরে থাকার সুযোগ দেয় এবং ইন্টেরেস্ট রেটের পার্থক্য থেকে লাভ নিতে সহায়তা করে।
খুবই সোজা তাই না? একটা উদাহরন দিয়ে দেখিঃ



উপরে এইউডি/জেপিওয়াই পেয়ারের সাপ্তাহিক চার্ট দেখছি। এখন পর্যন্ত (জুন ২০১৩, ইন্টেরেস্ট রেট ০.১০%) ব্যাংক অব জাপান “০ ইন্টেরেস্ট রেট পলিসি” মেইন্টেইন করছে।

অন্যদিকে সেসময় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া মেজর কারেন্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশী ইন্টেরেস্ট রেট অফার করছিলো। অনেক ট্রেডাররা এই পেয়ারের আপট্রেন্ড এবং ইন্টেরেস্ট রেটের পার্থক্যের সুবিধা নিয়েছে।

২০০৯ থেকে ২০১০ সালের প্রথমদিকে এই পেয়ারটি ৫৫.৫০ থেকে ৮৮.০০ পর্যন্ত মুভ করেছে যা ৩,২৫০ পিপ। ২০১৩ পর্যন্ত চার্ট দেখলে দেখবেন যে এই পেয়ারটি প্রায় ৫,০০০ (মুখ বন্ধ করেন) পিপ মুভ করেছে। আর অস্ট্রেলিয়ান ডলারের ইন্টেরেস্ট রেট ৩%-৪.৭৫% এর মধ্যে ছিল।

যদি এখন এই লাভকে ইন্টেরেস্ট রেটের সাথে যোগ করে দেখেন তাহলে এটা অনেক ইনভেস্টরের জন্য একটা ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল।





ক্যারি ট্রেডের রিস্ক

আমাদের কি সেই স্মার্ট ট্রেডার জলিলের কথা মনে আছে যে শ্বশুরের কাছ থেকে $১০,০০০ বিয়ের উপহার পেয়ে হানিমুনে না গিয়ে ইনভেস্টের সিদ্ধান্ত নিয়েছিল?

সে যেহেতু স্মার্ট তাই এখানে তার মাথায় প্রথমে যে প্রশ্ন আসবে তা হল ‘এখান আমার রিস্ক কি?”
কোন ট্রেডে এন্ট্রি নেয়ার আগে রিস্ক মেপে নেয়া আর সেটা রিস্ক ম্যানেজমেন্ট রুল অনুযায়ী সহনীয় কিনা তা বুঝে নেয়া সবার জন্য বুদ্ধিমানের কাজ।

জলিলের উদাহরনে জলিল নতুন ট্রেডার ছিল। সর্বোচ্চ সে ৳৯,০০০ ডলারের রিস্ক নিতে পারবে। লস তার বেশী চলে গেলে তার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর সে ৳৯,০০০ হারিয়ে বউয়ের ঝারুর বাড়ি খাবে।

কি মজা লাগলো না?

মনে রাখবেন, নতুন ট্রেডাররা এরকম ভুল করে থাকে। তারা ধরা না খেয়ে স্টপ লসের মূল্য বোঝে না।
রেগুলার ট্রেডের মত, ক্যারি ট্রেডের সময়ও রিস্ক কন্ট্রোল উচিত।

যাই হোক, জলিলের ক্ষেত্রে সে ঠিক করতে পারে যে সে $১,০০০ রিস্ক নেবে। তাই সে তার লট সাইজ এবং স্টপ লস সে অনুযায়ী সেট করে দেবে যেখানে $১,০০০ লস হলে তার ট্রেড ক্লোজ হয়ে যাবে। এখানে যদি তার স্টপ লস হিট করে তাহলে যতদিন তার ট্রেড ওপেন রয়েছে সে তার উপরে সুদ পেতে থাকবে যেটা লস কমিয়ে আনবে।

আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে, সুদ মুসলমানদের জন্য হারাম।

02 ফরেক্স মার্কেটে ক্যারি ট্রেড কিভাবে কাজ করে?

ফরেক্স মার্কেটে ক্যারি ট্রেড কিভাবে কাজ করে?

ফরেক্স মার্কেটে, কারেন্সি জোড়ায় জোড়ায় ট্রেড করা হয়। যেমনঃ ইউএসডি/সিএইচএফ যদি বাই করা হয়, তাহলে এখানে ইউএসডি বাই করা হচ্ছে আর সিএইচএফ সেল করা হচ্ছে। যে কারেন্সি সেল করা হয় তার উপর সুদ দিতে হয়, আর যে কারেন্সি বাই করা হয় তার উপর সুদ পাওয়া যায়।

ক্যারি ট্রেডে এমন কি বিশেষত্ব আছে যে বছরের বদলে প্রতিদিন এর উপর সুদ ধরা হয়? টেকনিক্যালি, স্পট মার্কেটে যত ওপেন পজিশন থাকে দিনের শেষে সবগুলো ক্লোজ করে দেয়া হয়। পার্থক্য শুধু এটা যে ট্রেডাররা এগুলো হতে দেখে না।

ব্রোকাররা ট্রেড ক্লোজ করে আবার ওপেন করে। আর সাথেসাথে ২টা কারেন্সির মধ্যে ওভারনাইট ইন্টেরেস্ট রেটের নেট আমাউন্ট ডেবিট/ক্রেডিট করে দেয়। এটা পরের দিনে ট্রেড ওপেন রাখার খরচ। এটাকে “রোল ওভার” ও বলা হয়ে থাকে।

ব্রোকাররা প্রচুর পরিমানে লেভারেজ দিয়ে থাকে, আর এর জন্য স্পট ফরেক্স মার্কেটে ক্যারি ট্রেড অনেক জনপ্রিয় হয়ে দাড়িয়েছে। আমরা জানি যে বেশীরভাগ ফরেক্স ট্রেড মার্জিনের উপর নির্ভরশীল। মানে আপনি নিজের পজিশনের খানিকটা অংশ ট্রেড ওপেন করতে ব্যাবহার ক্রেন আর বাকিটা ব্রোকার আপনাকে ধার দেয়। অনেক ব্রোকার আবার ১% এর চেয়েও কম লেভারেজে ট্রেড করার সুযোগ দেয়।

একটা উদাহরন দিয়ে দেখি যে ক্যারি ট্রেড কিভাবে কাজ করেঃ

ধরুন মদন একজন স্মার্ট এবং নতুন ফরেক্স ট্রেডার আর সে সদ্য বিয়ে করেছে। মদনের শ্বশুর বিয়ের উপহার হিসেবে তাকে $১০,০০০ দিল।

মদন সেই ডলার দিয়ে হানিমুনে না গিয়ে, দুর্দিনের জন্য জমানোর চিন্তা করলো। মদন তার অর্থ নিয়ে ব্যাংকে গেলো। ৬ ঘণ্টা বসে থাকার পরে ব্যাংক ম্যানেজার তাকে বলল যে প্রতি বছর সে এই জমার উপরে ১% করে সুদ পাবে।
মদন হিসাব করে দেখল যে বছরে সে $১০,০০০ এর উপরে মাত্র $১০০ পাবে। তার কাছে এটা পছন্দ হল না।
যেহেতু মদন স্মার্ট আর সে পিপকমিউনিটি প্রতিদিন ভিজিট করে থাকে, তাই তার কাছে আরও ভালো ইনভেস্টমেন্টের উপায় আছে।

একথা চিন্তা করে মদন ব্যাংক ম্যানেজারকে বলল যে “আমি ৬ ঘণ্টা অপেক্ষা করে আপনার ২ মিনিট নষ্ট করার জন্য দুঃখিত। আমি অন্য কোথাও ইনভেস্টের উপায় খুজে দেখি।”

অন্যদিকে মদন অনেকদিন ধরে বিভিন্ন ট্রেডিং সিস্টেমে ডেমো ট্রেড করে আসছে। তাই তার হালকা ধারনা আছে যে কোনটা কিভাবে কাজ করতে পারে। মদন তার $১০,০০০ একটা রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করলো, আর তার মাথায় যে চিন্তা ছিল তার উপরে ট্রেড দিলো।

মদন একটা কারেন্সি পেয়ার খুজে বের করলো যেটা তাকে বছরে ৪% সুদ দেবে। তার ব্রোকারের মার্জিন রিকয়ারমেন্ট হল ১%। সে ১০০,০০০ ইউনিটের একটা ট্রেড ওপেন করলো। মানে মদনের ট্রেড ওপেন করতে মার্জিন লেগেছে $১,০০০ (লেভারেজ ১:১০০)।

এখন যদি মদন ১ বছর ঐ ট্রেড ফেলে রাখে তাহলে কি হয়ে পারে?





৩ টা সম্ভাবনা আছে। সেগুলো দেখিঃ

১) ট্রেড লসে থাকলে – মদন যে কারেন্সি পেয়ার বাই করেছিল সেটা চরমভাবে ফল করেছে। যদি প্রাইস মার্জিন লেভেলের নিচে নেমে যায় তাহলে মদন মার্জিনের $১,০০০ বাদে তার সব ডলার হারাবে।

২) প্রাইস যে জায়গায় ছিল বছর শেষে আবার সেখানে আছে – এখানে মদন ট্রেড দিয়ে কোন লাভ পায়নি, আবার কোন লসও খায়নি। কিন্তু $১০০,০০০ এর উপর ৪% সুদ পেয়েছে। মানে তার $১০,০০০ মূলধন দিয়ে সে $৪,০০০ সুদ পেয়েছে। মানে ৪০% লাভ।

৩) ট্রেড লাভে থাকলে – যদি প্রাইস চরমভাবে উপরে যায় তাহলে, মদন শুধুমাত্র $৪,০০০ লাভই পাচ্ছে না, তার সাথে সে পাচ্ছে ভুরিভুরি পিপের প্রফিট। এইখেত্রে সে একটা দীর্ঘ হানিমুনের প্লান করতে পারে।
যেহেতু ব্রোকার ইন্টেরেস্ট রেটের পার্থক্যে ৪% আর ১:১০০ লেভারেজ দিচ্ছে, তাই এখানে বছরে ৪০% আয় করার সুযোগ থাকে।

সেপ্টেম্বর ২০১০ সালের ইন্টেরেস্ট রেটের উপরে ভিত্তি করে একটা উপস্থাপনাঃ



যদি এইউডি/জেপিওয়াই বাই করা হত আর এক বছর ধরে রাখা হত তাহলে ক্যারি ট্রেড ৪.৪০% বাৎসরিক লাভ দিতো।
আবার এইউডি/জেপিওয়াই সেল করা হলে, ঠিক তার উল্টাটা হতঃ



এটা আপনাকে একটা ধারনা দিচ্ছে যে ক্যারি ট্রেড কিভাবে কাজ করে।

পরবর্তীতে ক্যারি ট্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে যেটা হল  ক্যারি ট্রেডে রিস্ক।

01 ক্যারি ট্রেড কি?

ক্যারি ট্রেড কি?

যদি এমন কোন সিস্টেম থাকত যেখানে প্রাইস যদি এক জায়গায় থেমে থাকত তারপরও আমরা সেটা থেকে লাভ পেতাম, তাহলে কেমন হত?

আপনি হয়ত মনে মনে বলছেন যে, বেটার তার ছিড়ে গেছে। উল্টাপাল্টা কথা বলছে।

আর কোন কিছু বলার আগে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই মেথডে সুদের ব্যাবহার করা হয়। তাই শুধু জানার জন্য এই সেকশন দেয়া হল। সুদ মুসলমানদের জন্য হারাম।

এই মেথডের নাম ক্যারি ট্রেড। এটা ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ডে একটা বিখ্যাত মেথড আর বড়বড় মানি ম্যানেজাররা এসব ব্যাবহার করে থাকে।

ক্যারি ট্রেডে একটা কম ইন্টেরেস্ট রেটযুক্ত ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট বিক্রি অথবা ধার করে, বেশি ইন্টেরেস্ট রেটযুক্ত একটা ফিনান্স্যিয়াল ইন্সট্রুমেন্ট কেনা হয়। এখানে আপনি কম সুদ দিয়ে বেশি সুদ খাচ্ছেন। ধরুনঃ








আপনি একটা ব্যাংক থেকে $১০,০০০ ধার নিলেন। এর জন্য ব্যাংককে আপনার বছরে ২% সুদ দিতে হবে।
সেই $১০,০০০ আপনি গিয়ে অন্য এক ব্যাংকে ডিপোজিট করলেন। এর জন্য ব্যাংক আপনাকে বছরে ৫% সুদ দিবে।
আপনার এতে কি লাভ হচ্ছে?

আপনি বছর শেষে ৩% লাভ পাচ্ছেন। ইন্টেরেস্ট রেটের পার্থক্যের কারনে।

এটা হয়ত তেমন আকর্ষণীয় লাগছে না, কারন ফরেক্স মার্কেটে বড় ধরনের সুইং ধরতে পারলে এর চেয়ে অনেক বেশি লাভ করা সম্ভব।

এখন চিন্তা করুন যদি, স্পট ফরেক্স মার্কেটে আপনি এটা ব্যাবহার করেন, তাহলে আপনি পাচ্ছেন হাই লেভারেজ, দৈনিক সুদ, যা প্রতিদিন বাড়তে থাকবে যতদিন না আপনি ট্রেড ক্লোজ করছেন।

শুধু ধারনার জন্য এটা চিন্তা করুন যে যদি ২০ গুন লেভারেজ পান, তাহলে আপনার ৩% সুদ বছরে আপনাকে ৬০% দিবে।

পরবর্তীতে আমরা ক্যারি ট্রেড এবং রিস্ক আভ্যারশন সম্পর্কে দেখবো। শেষে আবার বলতে চাই যে, সুদ মুসলমানদের জন্য হারাম।

Contact Us

নাম

ইমেল *

বার্তা *

সূচীপত্র

ওয়েবসাইটে উপলব্ধ সকল ম্যাটেরিয়াল শেখার উদ্দেশ্যে প্রস্তুত করা এবং বিনিয়োগের জন্য উপযোগী নয়।
আপনার সাথে জড়িত প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোন লাভ অথবা ক্ষতির ভার পিপকমিউনিটি বহন করবে না।
কপিরাইট © ২০১৭ পিপকমিউনিটি - বাংলা ফরেক্স স্কুল | Bangla Forex School। সর্বস্বত্ব সংরক্ষিত।
Scroll Up